মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম গল্প 'অতসীমামী' লিখেছিলেন তাঁর বাড়ির গৃহকর্মীকে চরিত্র করে। এরপর থেকে তাঁর সাহিত্যে সমাজের সকল স্তরের মানুষের উপস্থাপন দেখা যায়। জেলে, শ্রমিক, যেমনি তাঁর সাহিত্যের চরিত্র, তেমনি সমাজের উঁচু শ্রেণির চরিত্রও রয়েছে।
'ঐকতান'-এর কবি উদ্দীপকের মানিক বন্দ্যোপাধ্যায়ের মুতো সাহিত্যিকের প্রত্যাশায় অপেক্ষমাণ। কারণ এরা-
i. জনবান্ধব
ii. জীবনবাদী
iii. কর্মে ও মর্মে এক
নিচের কোনটি সঠিক?