অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও

সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় একটি খেলার জাতীয় দল সাফ চ্যাম্পিয়নশীপ জিতেছে। সে দলের অন্যতম সেরা তারকা আনুচিং মগিনি । আনুচিংয়ের পরিবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং রাঙামাটিতে বাস করেন। আনুচিংদের সর্ববৃহৎ উৎসবে দলের সবাইকে সে আমন্ত্রণ জানিয়েছে। 

আনুচিং মগিনির মতো নারীদের অংশগ্রহণে ফুটে উঠেছে—

i. ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে বাঙালির বিনিময় 

ii. আঞ্চলিক বৈষম্য

iii. নৃগোষ্ঠী ও বাঙালির সংমিশ্রণ 

 

নিচের কোনটি সঠিক?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

বাংলাদেশে বৃহত্তর নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি আরও বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। এ অধ্যায়ে আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন : চাকমা, গারো, সাঁওতাল, মারমা ও রাখাইনদের ভৌগোলিক অবস্থান, জীবনধারা, সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানব। 

এ অধ্যায় পাঠ শেষে আমরা- 

• বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, গারো নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানব এবং মানচিত্রে শনাক্ত করতে পারব; 

• বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, গারো নৃগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনধারা সম্পর্কে বর্ণনা করতে পারব; 

• বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, গারো নৃগোষ্ঠীর সাথে বাঙালি জাতিগোষ্ঠীর সংস্কৃতির সংমিশ্রণ ব্যাখ্যা করতে পারব; 

• বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, গারো নৃগোষ্ঠী ও বাঙালি জাতিগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ব্যাখ্যা করতে পারব; 

• বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, গারো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা পোষণ করব।

Content added by
Promotion