রমজান সাহেব হঠাৎ করে একটা বিপদে পড়েছেন। তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন তার বন্ধু। তিনি বিপদ থেকে মুক্তি পেলেন। এজন্য বন্দুর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে রমজান সাহেব বললেন, তুমিই আমাকে এ বিপদ থেকে বাঁচালে, তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী ছিল না।
রমজান সাহেবের কথায় ইমানের কোন বিষয়টির ব্যত্যয় ?