or
Don't have an account? Register
নরহরি সব সময় চিন্তায় মগ্ন থাকে। তার মতো যারা অকারণে সব বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করে, তাদের দিয়ে বাস্তবে কোনো কাজই হয় না। তবে কোনো সময়ই কোনো কাজ নিয়ে চিন্তা করব না, এমনটাও ঠিক নয়।
উদ্দীপকের বক্তব্যটি তোমার পাঠ্য কোন রচনায় বিদ্যমান?
‘ডাব ও কাজ' প্রবন্ধের রচয়িতা কে?
প্রাবন্ধিক দেশের উন্নতি, মুক্তি ও মানবকল্যাণের জন্য কীসে তৎপর হওয়ার ওপর জোর দিয়েছেন?
যেকোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে –
i. যথাযথ পরিকল্পনার অভাবে
ii. ভাবের অভাবে
iii. কাজের স্পৃহার অভাবে
নিচের কোনটি সঠিক?
প্রকৃতপক্ষে মহৎ কিছু অর্জন করতে প্রয়োজন—
i. উৎসাহ
ii. কর্মশক্তি
iii. সঠিক উদ্যোগ
রাজিবের উন্নতিকল্পে 'ভাব ও কাজ' প্রবন্দে উল্লিখিত লেখকের যে পরামর্শ ফলপ্রসূ তা হলো-
i. আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো
ii. ভাবের সুরা পান করো ভাই, কিন্তু আন হারাইও না
iii. 'আত্মার' শক্তিকে আগাইয়া তোলো
'ভাব ও কাজ' রচনার আলোকে রাজিবের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য ?