মালেক ও মালা দম্পতি জেলেপাড়ার মানুষ। দুজনে এসএসসি পাশ করেছে। গ্রামে আর কোনো শিক্ষিত লোক নেই। তাই মালেক ও মালা রাতে জেলেদের নিয়ে বয়স্ক বিদ্যালয় খুলেছে। এখন এ প্রতিষ্ঠানটি দেশের সেরা হিসেবে পরিগণিত হচ্ছে। সর্বত্র মালেকের নাম ছড়িয়েছে । মালার অবদান কেউ মুখেই আনে না ।
উদ্দীপকটির সাথে 'নারী' কবিতার ভাবগত ঐক্যের দিকটি হলো—
i. বৈষম্য
ii. পক্ষপাতিত্ব
iii. অজ্ঞতা
নিচের কোনটি সঠিক?