মালোর মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। সে বিলাসীকে উৎখাতের জন্য তথাকথিত ধর্মের রক্ষকগণ দল বাঁধিয়া হাজির। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুইটা এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিশ্চেষ্ট হইয়া রহিল না।
উদ্দীপকের বক্তব্যে নারী কবিতার যে চরণের ছায়াপাত ঘটেছে-
i. মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান
ii. কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে
iii. কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা
নিচের কোনটি সঠিক?