ইদানীং সুকুমার বাবুর পরিবারে আপদ-বিপদ বৃদ্ধি পেলে তিনি এক পুরোহিত মহাশয়ের শরণাপন্ন হন। পুরোহিত মহাশয় সুকুমার বাবুকে এক বিশেষ দেবতার পূজা করতে বলেন। অতঃপর সুকুমার বাবু পরিবারের সকলকে নিয়ে শ্রদ্ধার সাথে উক্ত দেবতার পূজা করেন।
উক্ত দেবতার পূজার মাধ্যমে-
i. শত্রুকে বশে আনা যায়
ii. পারিবারিক শান্তি বজায় থাকে
iii. দায়িত্বশীলতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?