জনাব শাফায়েত হোসেন তার এলাকার গরিবদের অবস্থার পরিবর্তনের জন্য যাকাতের টাকা ঋণস্বরূপ প্রদান করেন। তিনি বলেন, আগামী বছর টাকা ফেরত দিলে আগের টাকাসহ আরও বেশি পরিমাণ টাকা তাদের দেবেন। এতে সকলে আগ্রহ ও খুশি হয়ে গ্রামের লোকেরা উক্ত টাকা গ্রহণ করে।
জনাব শাফায়েত হোসেনের যাকাত দান প্রক্রিয়াটি যেরূপ—
i. গরিবদের সাহায্য করা
ii. গরিবদের স্বাবলম্বী করা
iii. নিজের সুনাম বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?