নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

মজুমদার সাহেব তার লিমিটেড কোম্পানি পরিচালনার জন্য ঘনিষ্ঠ লোক ফরহাদকে নিয়োগ করেন। মজুমদার ও এরফান পাঠানের মধ্যে ব্যবসায়িক শত্রুতা রয়েছে। ইতিমধ্যে এরফান পাঠান মজুমদার সাহেবকে পরাজিত করার জন্য ফরহাদের সাথে গোপনে চক্রান্ত করে। ফলে ফরহাদ বিশ্বাসঘাতকতা করে পাঠানের কোম্পানির আধিপত্য বিস্তার ঘটায় পক্ষান্তরে মজুমদারকে পরাজিত করে।

উদ্দীপকের মধ্যে ফরহাদের চরিত্র দ্বারা ঐতিহাসিক কার চরিত্র ফুটে উঠেছে? 

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

মুসলমান শাসনের সূচনাকালকে বাংলায় মধ্যযুগের শুরু বলা হয় । ইতিহাসে এক যুগ থেকে অন্য যুগে প্রবেশ করতে হলে বিশেষ কতকগুলো যুগান্তকারী পরিবর্তন দরকার। মুসলমানদের বঙ্গ বিজয়ের ফলে বঙ্গের রাজনৈতিক ক্ষেত্রেই শুধু পরিবর্তন আসেনি; এর ফলে বঙ্গের সমাজ, ধর্ম, অর্থনীতি, ভাষা ও সাহিত্য, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে।

এ অধ্যায় শেষে আমরা-

  • মধ্যযুগের বাংলার মুসলমান শাসন প্রতিষ্ঠা পর্বের উল্লেখযোগ্য দিকসমূহ বর্ণনা করতে পারব;
  • মধ্যযুগে সুলতানি আমলে বাংলার বংশানুক্রমিক শাসন এবং তাঁদের রাজনৈতিক কৃতিত্বসমূহ ব্যাখ্যা করতে পারব;
  • বাংলায় আফগান শাসনামল ও শাসকগণের কৃতিত্ব বর্ণনা করতে পারব;
  •  বাংলায় বারোভূঁইয়াদের ইতিহাস ও পরিচয় বর্ণনা করতে পারব;
  • মুঘল শাসনামলে বাংলায় সুবেদার ও নবাবদের শাসন কালের রাজনৈতিক কর্মকান্ডের নানা দিক সমূহ বিশ্লেষণ করতে পারব;
  • ধারাবাহিকভাবে মধ্যযুগে বাংলার মুসলমান শাসকগণের রাজনৈতিক ইতিহাস জানতে পারব ।
Content added By
Promotion