ফাহিম একটি নদীর তীরে বসবাস করে যেটি আমাদের প্রতিবেশী দেশে উৎপত্তি লাভ করে। অনেক বছর আগে একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে এটির গতিপথ পরিবর্তন হয়। একদিন ফাহিম তার বন্ধুদের সাথে একটি বনে ঘুরতে যায়। সেখানে তারা আমাদের জাতীয় পশুর পায়ের ছাপ ও প্রচুর সংখ্যক কেওড়া ও বায়েন বৃক্ষ দেখে।
ফাহিম কোন নদীর তীরে বসবাস করে?