দুদুলদের পরিবারটি গণতান্ত্রিক। দুদুল তার দাদা, বাবা-মা এবং তার চাচার সাথে থাকে। দুদুলের দাদা তাদের পরিবারের প্রধান। কিন্তু তার বাবা সব কাজকর্ম করে থাকেন। যেকোনো কর্মচারী নিয়োগে তিনিই সিদ্ধান্ত নেন। তার দাদা শুধু তাতে সম্মতি প্রকাশ করেন মাত্র ।
উদ্দীপকে যে সরকার ব্যবস্থা ফুটে উঠেছে সেখানে দুদুলের দাদার ভূমিকা হলো-
i. নিয়মতান্ত্রিক প্রধান
ii. সরকারপ্রধান
iii. রাষ্ট্রপ্রধান
নিচের কোনটি সঠিক?