নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কারণে বিদেশি বিনিয়োগ খুব একটা আশাব্যঞ্জক নয়। এদেশের অতীত ঐতিহ্য সমৃদ্ধ হলেও নানাবিধ পারিপার্শ্বিকতার কারণে দেশটা ঠিকমতো এগুতে পারছে না। যার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ছে ব্যবসায়- বাণিজ্যের ওপর।

ব্যবসায়-বাণিজ্য প্রসারে সহায়তা করে-
i. অনুকূল শিল্প ও বাণিজ্যনীতি
ii. সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি
iii. প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে কট্টর সম্পর্ক
নিচের কোনটি সঠিক?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়ের। এ অধ্যায় থেকে আমরা ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ ও ব্যবসায়িক পরিবেশসহ বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় শেষে আমরা :

  • ব্যবসায়ের ধারণা, উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা বর্ণনা করতে পারব
  • ব্যবসায়ের পরিধি, বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • ব্যবসায়ের প্রকারভেদ বর্ণনা করতে পারব ।
  • ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব ।
  • শিল্পের ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারব।
  • বাণিজ্যের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব ।
  • সেবার ধারণা ও প্রকারভেদ উদাহরণসহ ব্যাখ্যা করতে পারব ।
  • ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করতে পারব।
Content added/updated by
Promotion