সোনিয়া ও তানিয়া উভয়ই টেইলারিং প্রশিক্ষণপ্রাপ্ত। সোনিয়া নিজ পরিবারের সদস্যদের পোশাক নিজেই তৈরি করেন। কিন্তু তানিয়া ১০,০০০ টাকা ঋণ নিয়ে অর্থ উপার্জনের প্রত্যাশায় একটি সেলাই মেশিন ক্রয় করেন এবং ঘরে বসে প্রতিবেশীদের পোশাক অর্থের বিনিময়ে সেলাই করে দেয়। এক পর্যায়ে তানিয়া নিজ এলাকায় ‘তানিয়া টেইলার্স' নামে একটি পোশাকের দোকান দিয়ে বেশ সুনাম অর্জন করেন ।
সোনিয়ার কাজটি হলো—