নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

মি. রনি ভোলার খেয়াঘাটে মাছের খাদ্য উৎপাদন শিল্প প্রতিষ্ঠা করলেন। প্রত্যন্ত এলাকায় শিল্পাট স্থাপিত হওয়াতে তিনি কর অবকাশ সুবিধা পেলেন যা তার শিল্পকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করল।

মি. রনি কোন ধরনের সহায়তা পেয়েছেন?

Created: 11 months ago | Updated: 11 months ago
Updated: 11 months ago

একটি ব্যবসায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে অনেক ধরনের সহায়তার প্রয়োজন হয়। বিভিন্ন রকম সহায়তা একজন উদ্যোক্তাকে ব্যবসায় বা শিল্প স্থাপন ও সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে। এ অধ্যায়ে আমরা ব্যবসায় উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের শিল্পনীতি, বিভিন্ন সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের সহায়ক সেবা সম্পর্কে জানতে পারব।



এ অধ্যায়টি পাঠ শেষে আমরা-

  • সহায়ক সেবার ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • বাংলাদেশে ব্যবসায়ের সহায়ক সেবার ধরন ও উৎসগুলোর নাম বলতে পারব ।
  • শিল্পনীতিতে উল্লিখিত সহায়তার ধরনগুলো বর্ণনা করতে পারব।
  • বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারব।
  • বাণিজ্যিক ব্যাংকসমূহ প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারব।
  • বেসরকারি উন্নয়ন সংস্থা প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারব।
Content added By
Promotion