নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব আকবর একজন ব্যবসায়ী। রাজশাহী প্রাইম ব্যাংকে তার একটি চলতি হিসাব রয়েছে। গত আগস্ট মাসে তিনি দেখতে পান যে, তার নগদান বইয়ের সাথে ব্যাংক বিবরণীর বেশ গরমিল। এজন্য তিনি নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে অমিল দূর করার প্রয়োজনীয়তা অনুভব করেন।

ব্যাংক হিসাব বিবরণী প্রস্তুত করেন-

Created: 11 months ago | Updated: 11 months ago
Updated: 11 months ago

নগদ অর্থ ও ব্যবসায় চালান ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন। সম্পদ কেনা-বেচা, পণ্যের কেনা-বেচা, পাওনা আদায় ও দেনা পরিশোধ, খরচ ও আয় যথাসময়ে পরিশোধ ও আদায়সহ ব্যবসায়ের সার্বিক পরিচালনায় নগদ অর্থের যথাযথ ব্যবস্থাপনা ও সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় প্রতিষ্ঠানের আয়তন ও প্রকৃতি অনুযায়ী নগদান বই প্রস্তুত করা হয়, ব্যবসায়ের আয়তন ও নিরাপত্তা বিবেচনা করে নগদ অর্থের আদান প্রদানে ব্যাংক সহায়ক ভূমিকা পালন করে। ব্যাংকের মাধ্যমে সম্পাদিত লেনদেনের লিপিবদ্ধকরণ ও ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ জানা  একান্ত প্রয়োজন।

                                             

এই অধ্যায় শেষে আমরা-

  • নগদান বইয়ের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব
  • বিভিন্ন প্রকার নগদান বই প্রস্তুত করতে এবং নগদান বইয়ের জের টানতে পারব।
  • বিপরীত দাখিলা লিপিবদ্ধ করতে পারব।
  • নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারব।
  • নগদ বাট্টা লিপিবদ্ধ করতে পারব।
  • নগদান বইয়ে অন্তর্ভুক্ত দাখিলসমূহ খতিয়ানে যথার্থভাবে স্থানান্তর করতে পারব।
  • ব্যাংক বিবরণী সম্বন্ধে ধারণা পাব।
  • ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের উদ্বৃত্তের পার্থক্যের কারণ বুঝতে পারব।
Content added By
Promotion