ফিরোজ মিয়ার বড় মেয়ে আফসানা। বিয়ের কথাবার্তার সময় বরপক্ষ যৌতুক দাবি করলে ফিরোজ মিয়া ধার করেও তা দিতে রাজি হয়। কিন্তু তার লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে তা প্রত্যাখান করে। সে বরপক্ষের লোকদের অপমান করে তাড়িয়ে দেয়।
উদ্দীপকের আফসানা ‘অপরিচিতা' গল্পের কার সাথে তুলনীয়?