পরীক্ষার্থী ছিল। দু'জনই মুক্তিযুদ্ধে যাবার পরিকল্পনা করে। কিন্তু দু'জনের পরিবার অনুমতি না দিলেও ফারাবি রাতের অন্ধকারে বাবা- মায়ের আশীর্বাদ কামনা করে ট্রেনিংয়ের জন্য ভারতে গমন করে। অবশেষে যুবায়ের যেতে পারেনি।
উদ্দীপকের যুবায়েরের যুদ্ধে যেতে না পারার কারণ—
i. দেশপ্রেমের অভাব
ii. জাতীয়তাবাদী চেতনার অভাব
iii. সাহসিকতার অভাব
নিচের কোনটি সঠিক?