নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

তপু বিদ্যা শিক্ষা শেষে বাড়িতে আসে। তার পিতা সেই উপলক্ষে একটি সংস্কার পালন করে। অপরদিকে ধীরেন বাবু তার কন্যা রীতাকে নতুন কাপড় ও অলংকার দ্বারা সাজিয়ে প্রতিবেশীদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। করে অনুষ্ঠানটি ছিল রীতার জীবনে বিশেষ দিন।

রীতার জীবনে বিশেষ অনুষ্ঠানের গুরুত্ব হলো- 

i. পুরুষ সন্তানের পিতা হয়ে লাভ করে পিতৃত্ব 

ii. নারী মাতা হয়ে লাভ করে মাতৃত্ব 

iii. মানব মনের সুকুমার বৃত্তিগুলো পরিপূর্ণরূপে বিকশিত হয়। 

নিচের কোনটি সঠিক?

Created: 6 months ago | Updated: 6 months ago
Updated: 6 months ago
Promotion