নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

মাহির নামের একজন শাসক ছিলেন। তিনি তাঁর রাজ্যের বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন। বিদ্রোহ দমন করে তিনি বর্ণলিপির উন্নতি সাধন, আরবি মুদ্রার প্রচলন, জাতীয় টাকশাল নির্মাণ, সরকারি ভাষা হিসেবে আরবি প্রচলনসহ বিভিন্ন শিল্পকর্ম সম্পাদন করেন। এ কারণে তাকে রাজেন্দ্র বা 'Father of kings' বলা হয়।

উল্লিখিত শাসকের উল্লেখযোগ্য কার্যাবলি হলো- 

i. মসজিদ আল-আকসা নির্মাণ 

ii. কুব্বাতুস-সাখরা বা প্রস্তর গম্বুজ নির্মাণ 

iii. আরবি মুদ্রার প্রচলন 

নিচের কোনটি সঠিক?

Created: 7 months ago | Updated: 7 months ago
Updated: 7 months ago
Please, contribute to add content.
Content
Promotion