আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হবার পর আব্বাসীয়রা উমাইয়াদের ওপর নিষ্ঠুর নিধন যজ্ঞ চালায়। এ সময় যে ক'জন উমাইয়া আত্মরক্ষা করতে পেরেছিলেন তার মধ্যে মিশামের পৌত্র একজন। অত্যন্ত অসহায় অবস্থা থেকে নিজের ভাগ্যেন্নয়ন করে তিনি ৭৫৬ খ্রিস্টাব্দে স্পেনে উমাইয়া শাসনের গেড়াপত্তন করেন।
উদ্দীপকে বর্ণিত উক্ত শাসক-
i. স্পেনে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন
ii. আব্বাসীয়দের বর্বরতায় প্রথম জীবনে অসাহয় হয়ে পড়েছিলেন
iii. আব্বাসীয় বংশের পতন ঘটিয়েছিলেন
নিচের কোনটি সঠিক?