মিজান তার এলাকার অন্যান্য মুসলমান ভাইদের সাথে চলাফেরা করে, সবসময় পায়জামা-পাঞ্জাবি, টুপি পরিধান করে। কিন্তু মসজিদে ক আজান দিলে অন্যান্যরা যখন মসজিদের দিকে যায়, সে তখন পাশ কাটিয়ে কাজের বাহানা দেখিয়ে চলে যায়। আবার কেউ তার কাছে কিছু জমা রাখলে তা খোয়া গেছে বলে বেড়ায়।
মিজান অন্য লোকদের সাথে-
i. মিথ্যা কথা বলে
ii. প্রতারণা করে
iii. আমানতের খিয়ানত করে
নিচের কোনটি সঠিক?