ব্যঞ্জনসন্ধি কতভাবে হতে পারে?

Created: 2 weeks ago | Updated: 2 weeks ago
Updated: 2 weeks ago

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।

১. পাশাপাশি ধ্বনির মিলনকে বলে? ক. একত্রীকরণ খ. সন্নিবেশ গ. সমাস ঘ. সন্ধি 

২. অ/আ + অ/আ = আ সূত্রের উদাহরণ কোনটি? ক. উত্তরাধিকার খ. জনৈক গ. অতীন্দ্রিয় ঘ. নাবিক 

৩. স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কোন সন্ধি বলে? ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি গ. বিসর্গসন্ধি ঘ. স্বর-ব্যঞ্জন সন্ধি 

৪. গো + আদি = গবাদি কোন সূত্রে সিদ্ধ? ক. ও + অন্য স্বর = অব্ + স্বর খ. এ + অন্য স্বর= অযু + স্বর গ. ঋ + অন্য স্বর = র্ + স্বর ঘ. উ/ঊ + অন্য স্বর = ব্‌ + স্বর

৫. ব্যঞ্জনসন্ধি কতভাবে হতে পারে? ক. এক খ. দুই গ. তিন ঘ. চার

৬. 'পরিচ্ছেদ' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি? ক. স্বর + স্বর খ. স্বর + ব্যঞ্জন গ. ব্যঞ্জন+ ব্যঞ্জন ঘ. ব্যঞ্জন + স্বর 

৭. নিচের কোনটিতে জ-এর প্রভাবে ত হয়েছে জ? ক. সন্ধ্যা খ. উজ্জ্বল গ. বিপদমূলক ঘ. চলচ্চিত্র 

৮. নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? ক. ষষ্ঠ খ. সম্মান গ. স্বাচ্ছ ঘ. মনোযোগ 

৯. নিচের কোনটিতে বিসর্গ 'ও' হয়ে গেছে? ক. নীরোগ খ. আরোগ্য গ. তিরোধান ঘ. ভৌগোলিক 

১০. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি? ক. নায়ক খ. পিত্রালয় গ. শুভেচ্ছা ঘ. একাদশ

Content added By
Promotion