ক্রিয়া সংঘটনের সময়কে কী বলে?

Created: 2 weeks ago | Updated: 2 weeks ago
Updated: 2 weeks ago
Vote Statistics
Option 1 : 0
Option 2 : 0
Option 3 : 0
Option 4 : 0

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. ক্রিয়া সংঘটনের সময়কে কী বলে? 

ক. ক্রিয়ার মূল খ. ক্রিয়ার স্থান গ. ক্রিয়ার কাল ঘ. ক্রিয়ার বিভক্তি 

২. ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? 

ক. আমি রোজ স্কুলে যাই খ. আমি স্কুলে যাচ্ছি গ. আমি স্কুলে এসেছি ঘ. আমরা স্কুলে এসেছি

৩. কোন কালে অনুজ্ঞা হয় না? ক. বর্তমান কালে খ. ভবিষ্যৎ কালে গ. অতীত কালে ঘ. ঘটমান ভবিষ্যৎ কালে 

৪. কাজটি চলছে এখনও শেষ হয়নি, এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহৃত হয়? 

ক. সাধারণ বর্তমান খ. ঘটমান বর্তমান গ. পুরাঘটিত বর্তমান ঘ. অনুজ্ঞা বর্তমান 

৫. "আমার আশীর্বাদ নিয়ো" বাক্যটি কোন কালের? 

ক. সাধারণ বর্তমান খ. অনুজ্ঞা বর্তমান গ. সাধারণ অতীত ঘ. নিত্য অতীত 

৬. আজ বিকেলে যদি সুমন আসত, মজা হতো বাক্যটির ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা কোন কালের?

ক. সাধারণ বর্তমান খ. ঘটমান বর্তমান গ. সাধারণ অতীত ঘ. সাধারণ ভবিষ্যৎ 

৭. নিচের কোন বাক্যে ঘটনা অতীতের, কিন্তু ক্রিয়ার কাল সাধারণ বর্তমান কালের?

ক. আমি গত বছর পরীক্ষা দিয়েছি। খ. সবাই যেন সভায় হাজির থাকে। 

গ. গত বছর তিনি একুশে পদক পান। ঘ. পরের সপ্তাহে আমরা বাড়ি যাচ্ছি।

Content added || updated By
Promotion