বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে?

Created: 2 weeks ago | Updated: 2 weeks ago
Updated: 2 weeks ago
Vote Statistics
Option 1 : 0
Option 2 : 0
Option 3 : 0
Option 4 : 0

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে? 

ক. বিশেষ্য ও বিশেষণ খ. বিশেষ্য ও সর্বনাম 

গ. বিশেষ্য ও অনুসর্গ ঘ. বিশেষণ ও আবেগ 

২. ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, তেমন কারকের নাম কী? 

ক. সম্বন্ধ খ. অপাদান গ. অধিকরণ ঘ. কর্তা 

৩. বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি? 

ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয় 

৪. 'আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম' বাক্যটিতে আমরা কোন কারক?

ক. কর্তা খ. কর্ম গ. করণ ঘ. অপাদান 

৫. যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে? 

ক. কর্তা খ. কর্ম গ. অধিকরণ ঘ. অপাদান 

৬. 'শিক্ষককে জানাও'- এই বাক্যে 'শিক্ষককে' কোন কারক? 

ক. অধিকরণ খ. অপাদান গ. কর্তা ঘ. কর্ম

৭. 'ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়' এই বাক্যে 'ভেড়া দিয়ে' কোন কারক? 

ক. সম্বন্ধ খ. কর্ম গ. করণ ঘ. কর্তা

৮. 'জমি থেকে ফসল পাই' বাক্যটিতে 'জমি থেকে' কোন কারক? 

ক. করণ খ. কর্ম গ. অপাদান ঘ. অধিকরণ 

৯. কোন কারকে মূলত ক্রিয়ার স্থান, সময় ইত্যাদি বোঝায়? 

ক. অপাদান খ. অধিকরণ গ. সম্বন্ধ ঘ. কর্ম 

১০. 'গাছের ফল পেকেছে' এখানে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে? 

ক.-র খ. -এর গ. -য়ের ঘ. -এ

Content added By
Promotion