'আমাদের কঠোর পরিশ্রম করতে হয়' কর্মবাচ্যের এই বাক্যটি কর্তাবাচ্যে কী হবে?

Created: 2 weeks ago | Updated: 2 weeks ago
Updated: 2 weeks ago
Vote Statistics
Option 1 : 0
Option 2 : 0
Option 3 : 0
Option 4 : 0

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. বাচ্য বলতে বোঝায়- 

ক. বাক্যের অর্থ খ. বাক্যের প্রকাশভঙ্গি গ. বাক্যের ভাব ঘ. বাক্যের প্রয়োগ 

২. বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়? 

ক. যোজক খ. অনুসর্গ 

গ. আবেগ ঘ. ক্রিয়া 

৩. বাচ্য কত প্রকার? 

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৪. কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয়? 

ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. ক্রিয়া-বিশেষ্য 

৫. 'আমাদের কঠোর পরিশ্রম করতে হয়' কর্মবাচ্যের এই বাক্যটি কর্তাবাচ্যে কী হবে? 

ক. আমরা কঠোর পরিশ্রম করি। খ. আমার দ্বারা কঠোর পরিশ্রম হয়। 

গ. আমাদের কঠোর পরিশ্রম করা লাগে। ঘ. কঠোর পরিশ্রম আমাদের কাজ।

Content added By
Promotion