SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

আগেকার দিনে মানুষ ঘরবাড়ি বানাতো যে জায়গা আছে সেই অনুপাতে কোন রুপ বিস্তারিত মাপ ছাড়া অনুমানের উপর নির্ভর করে এবং পরীক্ষামূলকভাবে। কিছুটা বানানোর পর ভুল হলে আবার ভাঙ্গা বা ভুলসহ কিংবা সহজপ্রাপ্য ম্যাটেরিয়ালস এর ভিত্তিতে নিজের প্রয়োজনীয় রুমের বা অন্যান্য আকার আকৃতিকে সমন্বয় বা এডজাষ্ট (Adjust) করে নিতে বর্তমানে মানুষ নিজের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে সমন্বয় করে নিচ্ছে স্থান বা ম্যাটেরিয়ালসকে। অত্যন্ত স্বল্প পরিসরে বসবাস করতে হয় বলে প্রতি ইঞ্চি জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে মানুষ তাই সদা সচেষ্ট। আর সেজন্য চাই সঠিক ডিজাইন। ডিজাইনের বাস্তবতা নির্ভর করে সঠিক কনস্ট্রাকশনের উপর যা নির্ভুল বিস্তারিত মাপসহ ড্রয়িং ছাড়া কোনোভাবেই সম্ভব নয় ।

Content added By

প্রাথমিকভাবে কোনো ডিজাইন নির্বাচিত হওয়ার পর তা কনস্ট্রাকশন বা নির্মাণ করা হয়। কিন্তু শুধুমাত্র প্রেজেন্টেশন ড্রয়িং দিয়ে কোনো মাপ ছাড়া কনস্ট্রাকশন করলে তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আবার সঠিক মাপমত কাজ করাও সম্ভব হয় না। নির্মাণ কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য প্রয়োজন হয় বিস্তারিত মাপসহ নক্শার। ড্রয়িং-এর মাধ্যমে সকল সময় সব কিছু প্রকাশ করা বা বোঝানো সম্ভব নয়। যেমন— ইটের গাঁথুনির জন্য মসলার অনুপাত ১ : ৪ বা ১ : ৬, কোনটি ব্যবহার করা হবে, তা ড্রয়িং-এ প্রকাশ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে আবার প্রয়োজন কিছু লিখিত তথ্যাদির। এ সব কিছুকে একত্রে ওয়ার্কিং ড্রয়িং বলা হয়।

কার্যোপযোগী বা মাঠ পর্যায়ে কাজ করার জন্য অপেক্ষাকৃত বড় স্কেলে বিস্তারিত মাপ সম্বলিত বিশদ নকশাকেই ওয়ার্কিং ড্রয়িং বলে । এই নকশা বা ড্রয়িং অপেক্ষকৃত বড় স্কেলে সাধারণত: »" =1"-0" বা 1:50 স্কেলে অঙ্কন করা হয়। এতে অঙ্কিত ড্রয়িং অনুযায়ী কনস্ট্রাকশন করার জন্য প্রয়োজনীয় সকল বিস্তারিত ও খুঁটিনাটি মাপ দেয়া থাকে। ওয়ার্কিং ড্রয়িং করার সময় বিবেচ্য বিষয়সমূহ এবং ওয়ার্কিং ড্রয়িং-এর অত্যাবশ্যকীয় অংশসমূহ নিম্নরূপ—

  • সকল প্রকার ডিটেইল মাপ থাকতে হবে। 
  • অসম্পূর্ণ তথ্য থাকতে পারবে না । প্রেজেন্টেশন ড্রয়িং অপেক্ষা বড় স্কেলে ড্রয়িং করতে হবে। 
  • কোনো অংশ ড্রয়িং করে বোঝানো সম্ভব না হলে সেই সম্পর্কে লিখিত বর্ণনা দিতে হবে । 
  • মাপ রেখা ও মাপাঙ্কসমূহ স্পষ্ট হবে কিন্তু ড্রয়িং লাইন থেকে বা এর মত গাঢ় হবে না । 
  • মাপসমূহ স্পষ্ট ও নির্ভুল হতে হবে। 
  • প্ল্যানে সেকশন লাইন দেখাতে হবে। 
  • দরজা-জানালার আকার আকৃতি অনুযায়ী আলাদা করে চিহ্নিত করতে হবে। 
  • ১ রুমের মাপ বা আকার নামসহ ভিতর থেকে ভিতর পর্যন্ত প্রথমে অনুভূমিক পরে লম্ব মাপ দিতে হবে । 
  • নর্থ সাইন বা উত্তর দিক চিহ্ন দিতে হবে। 
  • ড্রয়িং-এর স্কেল উল্লেখ করতে হবে (সাধারণত »" =1"-0" বা 1 : 50 স্কেলে অঙ্কন করা হয়।
  • কোনো অংশের ডিটেইল করার প্রয়োজন হলে সেই অংশ চিহ্নিত করে দিতে হবে।
  • ফ্লোরে কোথাও উঁচু থাকলে যোগ চিহ্ন নিচু থাকলে বিরোগ চিহ্ন দিয়ে পাশে উচু-নিচুর পরিমাণ ( যেমন- ±0", +6", -9" বা 1 : 50) উল্লেখ করে দিতে।
  • কোনো অংশের মাপ খুব ছোট হলে বাইরে নির্দেশক লাইন দিয়ে দেখাতে হবে।
  • সেকশনে ম্যাটেরিয়াল ঘিন এবং ডিটেইল মাপ দেখাতে হবে।
  • এলিভেশনে সামনে-পিছনে বা উঁচু-নিচু অংশ হালকা বা গাঢ় লাইন বা শেড-শ্যাডো দিয়ে বোঝাতে হবে।

চিত্র-৪.১: একটি এক কক্ষ বিশিষ্ট ইমারতের ওয়ার্কিং প্ল্যান

Content added By

মাঠ পর্যায়ে কাজ করা হয় বলে কাজের সুবিধার্থে অপেক্ষাকৃত বড় স্কেলে অঙ্কন করা হয়। ওয়ার্কিং ড্রয়িং সাধারণত ¼ " = 1'-0" বা ১ : ৫০ ক্ষেলে অঙ্কন করা হয়। তবে ড্রয়িং খুব বড় হলে 3/16" = 1'-0" বা 1 : 65 স্কেলে অঙ্কন করা হয় ।

¼ "  = 1'-0" বা এক ইঞ্চির চার ভাগের এক ভাগ সমান এক ফুট ধরে কাজ করা হয়। এক্ষেত্রে ¼ "  কে আবার ১২টি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় যার প্রতিটি এক এক ইঞ্চি মাপ নেয়ার জন্য ব্যবহৃত হয়।

কনভারশনের জন্য:

¼ " = 1'-0" বা " =¼ “ = 12” বা 1=( 12 ×4 ) - 48" আনুপাতিক হারে প্রকাশ করলে ১ : ৪৮ যা মিটার ক্ষেলের ১ : ৫০-এর প্রায় সমান তাই মিটার স্কেলে কাজ করার সময় ১ : ৫০ স্কেলে ওয়ার্কিং ড্রয়িং করা হয়।

অনুরূপভাবে 1/16 " =1'-0" স্কেলটি ১ : ৬৫ স্কেলের প্রায় সমান বলে মিটার স্কেলে কাজ করার সময় 3/16" এর স্থলে ১ : ৬৫ স্কেলটি ব্যবহার করা হয়।

Content added By

ওয়ার্কিং ড্রয়িং কনস্ট্রাকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর ওয়ার্কিং ড্রয়িং-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডাইমেনশনিং (Dimensioning)। এতে কোনোরকম ত্রুটি বা ভুল তথ্য সম্পূর্ণ নির্মাণ কাঠামোকে নষ্ট করে দিতে পারে। নির্মাণ কাজের যত ত্রুটি তার বেশির ভাগ হয় ত্রুটিযুক্ত ওয়ার্কিং ড্রসিং তথা ডাইমেনশনের কারণে। ডাইমেনশন অর্থাৎ মাগ বা দূরত্ব। কোনো অঙ্কিত ড্রয়িং অনুযায়ী তৈরির জন্য কতটুকু মাপে তৈরি হবে বা কিভাবে তৈরি হবে, ম্যাটেরিয়ালস কি হবে তা জানার জন্য মাপ ও শর্ট নোট লিখা প্রয়োজন হয়।

শুধুমাত্র ড্রয়িং দিয়ে সকল তথ্যাদি বোঝানো সম্ভব হয় না। যেমন- কংক্রিটে ও ইটের গাঁথুনিতে মসলার অনুপাত, ব্যবহৃত রডের গ্রেড, কিউরিং পদ্ধতি ও সময় সীমা ইত্যাদি ড্রয়িং এ বোঝানো সম্ভব নয় বলে লিখে দেয়া হয়। ড্রয়িং এর এরূপ লিখিত সংক্ষিপ্ত বর্ণনাকে শট নোট বলে। অর্থাৎ যখন কোনো তথ্য ড্রয়িং-এর মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয় না বলে ড্রয়িং-এর পাশে সংক্ষিপ্তাকারে লিখে দেয়া হয় তাকে শর্ট নোট বলে।

কোনো রকম বিস্তারিত মাপছাড়া অনুমানের উপর নির্ভর করে এবং পরীক্ষামূলকভাবে কনস্ট্রাকশন বা নিৰ্মাণ কাজ করা হলে কিছুটা বানানোর পর ভুল হলে আবার বানাতে হবে। এতে খরচ, সময়, শ্রম সব কিছুরই অপচয় হয়। কিংবা ভুল সংশোধন না করে বানালে প্রয়োজনীয় ও সঠিক আকার পাওয়া সম্ভব হবে না। এ কারণেই সঠিক ও নির্ভুল মাপ বা ডাইমেনশন কনস্ট্রাকশনের জন্য অপরিহার্য। ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing) এ ডাইমেনশনিং (Dimensioning) এর প্রয়াজনীয়তা নিম্নরূপ—

  • সঠিক ও নির্ভুল মাপে নির্মাণ কাজ করার জন্য 
  • ডিজাইন অনুযায়ী কাজ করার জন্য 
  • জায়গার সঠিক ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য 
  • জায়গার অপচয় রোধ করার জন্য 
  • ভুলজনিত কারণে খরচ, সময়, শ্রম এ সবের অপচয় রোধ করার জন্য 
  • ম্যাটেরিয়াল্স-এর সঠিক ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে অপচয় রোধ করার জন্য 
  • চাহিদা অনুযায়ী ক্ষুদ্র পরিসরের সর্বোত্তম ব্যবহার করার জন্য 
  • চাহিদাকে বাস্তব রূপদান করার জন্য

ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing) এ শর্ট নোট (Short Note) এর প্রয়োজনীয়তা নিম্নরূপ—

  • ড্রয়িং-এ অবোধ্য অংশকে প্রকাশের জন্য 
  • সঠিক ম্যাটেরিয়ালস ব্যবহার করার জন্য । 
  • নির্মাণ পদ্ধতি বর্ণনা করার জন্য সুপারভিশন পদ্ধতি বর্ণনা করার জন্য 
  • ড্রয়িং এর দ্বিধা বা কনফিউশন এড়ানোর জন্য 
  • নির্মাণ কাজে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার জন্য

সঠিক ও নির্ভুলভাবে ডাইমেনশনিং (Dimensioning) করার ও ওয়ার্কিং ড্রয়িং-এর জন্য অত্যাবশ্যকীয় নিয়মাবলিসমূহ নিচে আলোচিত হল—

  • সবসময় অভংগুর (Unbroken) ডাইমেনশন লাইন-এর উপরে মাপসমূহ লিখতে হবে। আর্কিটেকচারাল কাজে সাধারণত লাইনের শেষে ডট বা টিক ব্যবহার হয় ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তীর চিহ্ন তবে এটি ঐচ্ছিক।
  • ডাইমেনশন লাইন দেয়াল বা অন্য সেকশনাল অবজেক্ট থেকে সরু ও হালকা কিন্তু স্পষ্ট হবে। 
  • ফুট-ইঞ্চি বা মিমি/মি চিহ্ন দিতে হবে। ১ ফুট এর বেশি মাপ ফুটে এবং ১ ফুটের কম মাপ ইঞ্চিতে প্রকাশ করতে হবে । ভগ্নাংশ মাপ ব্যাক গ্লাস দিয়ে (যেমন-9 ½ ) লিখা হয়।  
  • সাধারণত মাপসমূহ লাইনের নিচ থেকে বা ডান পাশ থেকে পড়া যায় এমনভাবে লিখতে হবে । তবে ড্রয়িং অনেক বড় হলে মাঠ পর্যায়ে কাজের সুবিধার্থে চারদিক থেকে পড়া যায় এমন ভাবে লিখা যেতে পারে ।
  • মাপ দেয়ার সময় প্রথমে রুমের পাশে ছোট ছোট অংশের মাপ, এরপর রুমের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত মাপ বা কলাম থেকে কলাম-এর কেন্দ্র পর্যন্ত মাপ এবং সবচেয়ে বাইরে ইমারেতের সম্পূর্ণ মাপ লিখতে হবে । 
  • রুমের ভিতরের অংশের মাপ যতদূর সম্ভব বিস্তারিত ভাবে দিতে হবে । মনে রাখতে হবে মাঠ পর্যায়ে কাজ করার সময় যোগ-বিয়োগ বা হিসাব করে মাপ বের করা সম্ভব নয়। এতে যেমন সময় অপচয় হয় তেমনি তাড়াহুড়ায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মাপ ও এদের সমন্বিত মাপ আলাদা আলাদা করে উল্লেখ করতে হবে। 
  • রুমের ভিতরে মাপ (দেয়ালের ভিতর থেকে ভিতর পর্যন্ত) ও নাম লিখতে হবে। মাপ লিখার সময় প্রথমে অনুভূমিক ও পরে লম্ব মাপ লিখতে হবে। দুটি মাপের মধ্যে গুণ চিহ্ন বা ইংরেজি X অক্ষর লিখা হয় বা কখনও কখনও তারকা চিহ্নও ব্যবহার করা হয়ে থাকে (যেমন: 10' - 3" × 10'-0" বা 10'-10" * 10'-0")
  • দরজা জানালার জন্য সরাসরি দরজা-জানালার প্রতীক এর সাথে মাপ লিখে (D/30, D/40, W/60, W/20) বা সিডিউল তৈরির জন্য D1,D2, D3 বা W1,W2, W3 দিয়ে লেখা হয় ।
  • ডাইমেনশনের সকল অক্ষর সমান হতে হবে। অত্যন্ত ছোট অংশের মাপ উক্ত অংশের মধ্যে লেখা সম্ভব না হলে নির্দেশক রেখা দিয়ে টেনে বাইরে এনে লিখতে হবে। 
  • টিপিক্যাল ফ্লোরের জন্য সিঁড়ি ঘরের উঠানামা দেখানোর জন্য আপ-ডাউন চিহ্ন দিতে হবে। 
  • সেকশন লাইন ও নর্থ সাইন চিহ্নিত করে দিতে হবে। যে সকল ক্ষেত্রে প্রতীক নাই বা ড্রয়িং করে বোঝানো যাবে না সে ক্ষেত্রে নোট বা লিখিত ভাবে প্রকাশ করে দিতে হবে। 
  • কোনো অংশের ডিটেইল করে বা দেখানোর প্রয়োজন হলে তা বৃত্তাকারভাবে চিহ্নিত করে নাম্বারিং করে দিতে হবে। 
  • বাথরুমের ঢাল (Slope) এর মাপ ও দিক চিহ্নিত করে দিতে হবে। 
  • স্কেল উল্লেখ করে দিতে হবে বা কোনো স্কেলে ড্রয়িং করা না থাকলে তাও উল্লেখ করতে হবে। 
  • কোথাও প্রচলিত বা স্ট্যান্ডার্ড মাপ না মেনে কিছু করা হলে সেখানে শর্ট নোটে কারণ বা ইচ্ছাকৃতভাবে বা প্রয়োজনে স্টান্ডার্ড অনুসরণ করা হয় নি তা লিখে দিতে হবে। 
  • সেকশনে ও এলিভেশনে ম্যাটেরিয়ালস সিম্বল দেখাতে হবে। এলিভেশনে ডেপথ বোঝানোর জন্য লাইন হালকা গাঢ় করা বা শেড দেয়া হয়ে থাকে ।

চিত্র-৪.৩.১: একটি ডুপ্লেক্স বাড়ির নিচতলার ওয়ার্কিং প্ল্যান

Content added By
Content added By

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. ওয়ার্কিং ড্রয়িং সাধারণত কোন স্কেলে অঙ্কন করা হয়? 

২. ¼ " =1'- 0" স্কেলটি মিটার স্কেলের কোন স্কেলের সমান? 

৩. শর্ট নোট কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. ওয়ার্কিং ড্রয়িং বলতে কি বোঝায়, বর্ণনা কর । 

২. ওয়ার্কিং ড্রয়িং-এ শর্ট নোট-এর প্রয়াজনীয়তা লিখ । 

৩. ওয়ার্কিং ড্রয়িং-এ ডাইমেনশনিং-এর প্রয়োজনীয়তা লিখ । 

৪. স্কেল কনভারশন একটি উদাহরণসহ ব্যাখ্যা কর

রচনামূলক প্রশ্ন 

১. ওয়ার্কিং ড্রয়িং করার সময় বিবেচ্য বিষয় এবং অত্যাবশ্যকীয় অংশসমূহ বর্ণনা কর । 

২. ডাইমেনশনিং করার ও ওয়ার্কিং ড্রয়িং-এর জন্য অত্যাবশ্যকীয় নিয়মাবলিসমূহ বর্ণনা কর।

Content added By
Promotion