SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

টুলস (Tools) : 
টুলস (Tools) হচ্ছে ফার্মশপ বা কারখানায় ব্যবহারিক কাজে ব্যবহৃত এক প্রকার যন্ত্রাদি । ফার্ম মেশানারি বা মেশিন শপে যে সব যন্ত্রপাতির সাহায্যে জব তৈরি করা বা ব্যবহারিক কাজ করার জন্য ধাতব শিট বা ধাতব খণ্ডের উপর পরিমাপ করা, দাগ দেওয়া বা চিহ্নিত করা, ধাতব পদার্থ সোজা বা বাঁকা করা, কর্তন করা, জোড়া দেওয়া, পরীক্ষা করা ইত্যাদি সম্পাদন করা হয় সে সব যন্ত্রপাতিকে একত্রে টুলস বলে ।

ফার্ম মেশিনারি শপে বিভিন্ন কাজে যে সব হ্যান্ড টুলস ব্যবহার করা হয় নিম্নে তাদের নাম উল্লেখ করা হলো। যেমন- 
১। হ্যামার বা হাতুড়ি ( Hammer) 
২। ফ্লাট ক্রু ড্রাইভার (Screw Driver) 
৩। স্টার স্ক্রু ড্রাইভার (Star Driver) 
৪। কম্বিনেশন প্লায়ার্স (Comination Pliers) 
৫। কম্বিনেশন রেঞ্চ (Combination Wrench ) 
৬। অ্যাডজাস্টেবল রেঞ্চ (Adjustable Wrench) 
৭। সিঙ্গেল এন্ডেড স্প্যানার/ এক মুখি রেঞ্চ (Single Ended Wrench) 
৮। ডাবল এন্ডেড স্প্যানার/ দুই মুখি রেঞ্চ/ (Double Ended Spanner) 
৯। রিং রেঞ্চ (Ring Wrench ) 
১০। সকেট রেঞ্চ (Socket Wrench ) 
১১। টেবিল ভাইস (Table Vice ) 
১২। হ্যান্ড ভাইস (Hand Vice)

Content added By
Promotion