SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Web Development - JavaScript - জাভাস্ক্রিপ্ট ব্যাসিক (JS Basic Tutorial) | NCTB BOOK

জাভাস্ক্রিপ্ট কোডকে ব্যাখ্যা করার জন্য এবং অধিক পাঠযোগ্য করে তোলার জন্য জাভাস্ক্রিপ্ট কমেন্ট ব্যবহার করা হয়।

কোডকে সম্পাদন থেকে বিরত রাখার জন্যও জাভাস্ক্রিপ্ট কমেন্ট ব্যবহার করা হয়। বিশেষ করে বিকল্প কোনো কোডকে টেস্ট করার সময় কমেন্ট ব্যবহার করা হয়।


এক লাইনের কমেন্ট

এক লাইনের কমেন্ট // দিয়ে শুরু হয়।

// এর পরে যেকোন ধরণের টেক্সট কে জাভাস্ক্রিপ্ট এড়িয়ে চলে।

নিচের উদাহরণে কোডকে ব্যাখ্যা করার জন্য প্রতি লাইনের আগে এক লাইনের কমেন্ট করা হয়েছে।

kt_satt_skill_example_id=161

নিচের উদাহরণে কোডের বর্ণনা করার জন্য প্রতি লাইন কোডের শেষে এক লাইনের কমেন্ট যোগ করা হয়েছেঃ

kt_satt_skill_example_id=166

একের অধিক লাইনের কমেন্ট

একের অধিক লাইনের কমেন্ট /* দিয়ে শুরু হয় এবং */ দিয়ে শেষ হয়।

/* এবং */ এর মধ্যে যেকোন ধরণের টেক্সটকে জাভাস্ক্রিপ্ট এড়িয়ে চলে।

নিচের উদাহরণে কোড বুঝার জন্য একের অধিক লাইনের কমেন্ট ব্যবহার করা হয়েছে:

kt_satt_skill_example_id=168

Noteঅধিকাংশক্ষেত্রেই এক লাইনের কমেন্ট ব্যবহার করা হয়।
ডকুমেন্ট লেখার ক্ষেত্রে একের অধিক লাইনের কমেন্ট লেখা হয়।

 


কমেন্টের মাধ্যমে কোড সম্পাদনে বাধা দেওয়া

কোড টেস্টের ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে কোড সম্পাদনকে বাধা দেওয়া উচিত।

নিচের উদাহরণে // ব্যবহার করে প্রথম লাইনকে সম্পাদন থেকে বাধা দেওয়া হয়েছেঃ

kt_satt_skill_example_id=170

নিচের উদাহরণে একাধিক লাইনের কোডকে সম্পাদন থেকে বাধা দিতে কমেন্ট ব্লক ব্যবহার করা হয়েছেঃ

kt_satt_skill_example_id=172

Content added By
Promotion