SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Web Development - JavaScript - জাভাস্ক্রিপ্ট ব্যাসিক (JS Basic Tutorial) | NCTB BOOK

জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল

জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল হচ্ছে ভ্যালু রাখার জন্য ব্যবহৃত কন্টেইনার।

নিচের উদাহরণে a, b এবং c হচ্ছে ভ্যারিয়েবলঃ

kt_satt_skill_example_id=261

উপরের উদাহরনে লক্ষ্য করুন a, b এবং c নামের তিনটি ভ্যারিয়েবল আছেঃ

  • a ভ্যারিয়েবলে সংরক্ষিত হয় 10
  • b ভ্যারিয়েবলে সংরক্ষিত হয় 20
  • c ভ্যারিয়েবলে সংরক্ষিত হয় 30 (10 + 20 = 30)

ভ্যারিয়েবল প্রায় বীজগণিতের মতই

উপরের উদাহরণে a, b এবং c হচ্ছে ভ্যারিয়েবলঃ

বীজগণিতের মত প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও মান রাখার জন্য ভ্যারিয়েবল বা চলক (যেমন-a) ব্যবহার করা হয়।

বীজগণিতের মত প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও আমরা এক্সপ্রেশনে ভ্যারিয়েবল ব্যবহার করি।
যেমনঃ (c = a + b)

উপরের উদাহরণ থেকে হিসাব করলে যোগফল হয় 30

 

Noteজাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল হচ্ছে ভ্যালু রাখার জন্য ব্যবহৃত কন্টেইনার।

 


জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার

সকল জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল অবশ্যই একটি ইউনিক নামের মাধ্যমে সনাক্ত করতে হবে।

এই ইউনিক নামগুলোকে আইডেন্টিফায়ার বলে।

আইডেন্টিফায়ারগুলোর সংক্ষিপ্ত নাম হতে পারে (যেমন- x এবং y),অথবা বর্ণনামূলক নামও হতে পারে (যেমন-age, sum, totalVolume)।

ভ্যারিয়েবলের নাম দেওয়ার ক্ষেত্রে সাধারণ নিয়মগুলো হচ্ছেঃ

  • নামের মধ্যে অক্ষর(x, y, z), ডিজিট(1, 2, 3), আন্ডারস্কোর(_) এবং ডলার($) চিহ্ন থাকতে পারে
  • নাম অবশ্যই অক্ষর দিয়ে শুরু হবে
  • $ এবং _ দিয়েও নাম শুরু হতে পারে
  • নামগুলো কেসসেন্সিটিভ (যেমন x এবং X দুটি আলাদা ভ্যারিয়েবল)
  • সংরক্ষিত শব্দগুলোকে(যেমন- জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড) কখনো নাম হিসাবে ব্যবহার করা যাবেনা
Noteজাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ারগুলো কেসসেন্সিটিভ।

এসাইনমেন্ট অপারেটর

জাভাস্ক্রিপ্টে সমান চিহ্নকে (=) "এসাইনমেন্ট" অপারেটর হিসাবে ব্যবহার করা হয়, যা দ্বারা "সমান" বুঝায় না। বরং ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু এসাইন করা বুঝায়।

কম্পিউটারের ভ্যারিয়েবল বীজগণিতের ভ্যারিয়েবল থেকে আলাদা। নিচের লাইনটি বীজগণিতে কোন অর্থ বহন করে নাঃ

kt_satt_skill_example_id=266

কিন্তু জাভাস্ক্রিপ্টে এর অর্থ আছে, এর মানে x + 10 এর মান x এর মধ্যে জমা হয়।

এটা x + 10 এর মানকে গণনা করে এবং ফলাফল x এর মধ্যে জমা রাখে। এখানে x এর মান 10 বৃদ্ধি পায়।

Noteজাভাস্ক্রিপ্টে "==" অপারেটরটি সমান বুঝাতে লেখা হয়।

জাভাস্ক্রিপ্ট ডাটাটাইপ

জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলের মধ্যে সংখ্যা(৪০),টেক্সট ভ্যালু ("আজিজুর রহমান") থাকতে পারে।

প্রোগ্রামিং-এ টেক্সট ভ্যালুকে টেক্সট স্ট্রিং বলে।

জাভাস্ক্রিপ্ট অনেক ধরণের তথ্য বা ডাটা পরিচালনা করতে পারে, কিন্তু এখন শুধু নাম্বার এবং স্ট্রিং শিখবো।

স্ট্রিংকে সিঙ্গেল বা ডাবল কোটেশনের(উদ্ধৃতির) মধ্যে লেখা হয়। সংখ্যাকে উদ্ধৃতি ছাড়াই লিখতে হয়।

যদি আপনি নাম্বারকে উদ্ধৃতির মধ্যে লিখেন তাহলে তা স্ট্রিং বলে গণ্য হবে।

kt_satt_skill_example_id=267

জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল তৈরি

জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল তৈরিকে অন্য ভাষায় ভ্যারিয়েবল ডিক্লেয়ারেশন বলে।

var কিওয়ার্ডের মাধ্যমে জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়।

kt_satt_skill_example_id=268

ঘোষণা করার পরে এখন ভ্যারিয়েবলের কোন মান নাই। প্রকৃতপক্ষে এটার মান undefined

ভ্যারিয়েবলের মধ্যে মান রাখার জন্য আমরা সমান(=) চিহ্ন ব্যবহার করি।

kt_satt_skill_example_id=269

এমনকি ভ্যারিয়েবল ডিক্লেয়ারের সময়ই আপনি ভ্যারিয়েবলের মান দিয়ে দিতে পারেনঃ

kt_satt_skill_example_id=271

নিচের উদাহরণে আমরা academyName নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এর মান "Satt" দিয়েছি।

তারপরে আমরা id="test" সম্বলিত এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আউটপুট নিয়েছিঃ

kt_satt_skill_example_id=275

Noteসকল ভ্যারিয়েবলগুলোকে স্ক্রিপ্টের প্রথমেই ঘোষণা করা প্রোগ্রামিং-এ ভাল অভ্যাস।

একটি স্টেটমেন্টে অনেক ভ্যারিয়েবল

একটি স্টেটমেন্টের মধ্যে আপনি অনেক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন।

var কিওয়ার্ডের মাধ্যমে শুরু করুন এবং কমা(,) দ্বারা ভ্যারিয়েবলগুলো আলাদা করুন, সবশেষে সেমিকোলন(;) দিনঃ

kt_satt_skill_example_id=277

একের অধিক লাইনেও ডিক্লেয়ার করা যেতে পারেঃ

kt_satt_skill_example_id=278

Value = undefined

কম্পিউটার প্রোগ্রামিং-এ, প্রায়ই ভ্যারিয়েবলকে মান ছাড়াই ডিক্লেয়ার করা হয়, মানগুলো হয় পরে নির্ধারন করা হয় অথবা হিসাব করে পাওয়া যায়।

যখন ভ্যারিয়েবলকে মান ছাড়াই ডিক্লেয়ার করা হয় তখন এর মান হয় undefined

নিচের স্টেটমেন্টকে সম্পাদন করার পর academyName ভ্যারিয়েবলের মান হয় অসংজ্ঞায়িত(undefined)

kt_satt_skill_example_id=279

জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলকে পুনরায় ঘোষণা

জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলকে পুনরায় ঘোষণা করলেও আগের মান হারায় না।

স্টেটমেন্টটি সম্পাদন হওয়ার পরেও acadmeyName ভ্যারিয়েবলের মান "স্যাট" থাকেঃ

kt_satt_skill_example_id=281

জাভাস্ক্রিপ্ট গণিত

বীজগণিতের মতই জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবলগুলোকে অপারেটরের সাহায্যে গাণিতিক যোগ-বিয়োগ করা যায়ঃ

kt_satt_skill_example_id=292

আপনি স্ট্রিংকেও যোগ করতে পারেন। কিন্তু এগুলো যোগ করলে যোগের পরিবর্তে পাশাপাশি(concatination) বসেঃ

kt_satt_skill_example_id=296

নিচেরটাও চেষ্টা করি

kt_satt_skill_example_id=298

Noteযদি আপনি একটি সংখ্যাকে কোটেশনের মধ্যে রাখেন তাহলে পরবর্তী সংখ্যাগুলোও স্ট্রিং-এ রূপান্তরিত হয় এবং এগুলো পাশাপাশি বসে।
Content added || updated By
Promotion