SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Web Development - JavaScript - জাভাস্ক্রিপ্ট ব্যাসিক (JS Basic Tutorial) | NCTB BOOK

জাভাস্ক্রিপ্ট অপারেটর(Operator)

kt_satt_skill_example_id=333

জাভাস্ক্রিপ্ট গাণিতিক অপারেটর

সংখ্যার যোগ-বিয়োগ করার জন্য জাভাস্ক্রিপ্টে গাণিতিক অপারেটর ব্যবহার করা হয়ঃ

অপারেটরবর্ণনা
+যোগ(Addition)
-বিয়োগ(Subtraction)
*গুণ(Multiplication)
/ভাগ(Division)
%(ভাগশেষ)Modulus
++এক করে বৃদ্ধি (Increment)
--এক করে হ্রাস(Decrement)

যোগ(+) অপারেটর সংখ্যাকে যোগ করেঃ

kt_satt_skill_example_id=335

গুণন(*) অপারেটর সংখ্যাকে গুণ করেঃ

kt_satt_skill_example_id=336

Noteপরবর্তী অধ্যায়ে জাভাস্ক্রিপ্ট অপারেটর সম্পর্কে আরো অনেক শিখবেন।

 

জাভাস্ক্রিপ্ট এসাইনমেন্ট অপারেটর

এসাইনমেন্ট অপারেটর জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু এসাইন করে।

অপারেটরউদাহরণ 
=x = yx = y
+=x += yx = x + y
-=x -= yx = x - y
*=x *= yx = x * y
/=x /= yx = x / y
%=x %= yx = x % y

এসাইনমেন্ট অপারেটর(=) জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু জমা রাখে।

kt_satt_skill_example_id=337

যোগ এসাইনমেন্ট(+=) অপারেটর ভ্যারিয়েবলে ভ্যালু যোগ করে।

kt_satt_skill_example_id=339

জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অপারেটর

স্ট্রিংকে যোগ(concaenate) করতেও + অপারেটর ব্যবহার করতে হয়

Noteযখন যোগ(+) অপারেটর স্ট্রিং-এ ব্যবহার করা হয় তখন একে কনকাটিনেশন(concatenation) অপারেটর বলা হয়।

kt_satt_skill_example_id=341

+= এসাইনমেন্ট অপারেটর স্ট্রিংকে যোগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ঃ

kt_satt_skill_example_id=342

স্ট্রিং এবং সংখ্যার যোগ

দুটি সংখ্যাকে যোগ করলে যোগফল সংখ্যা হবে কিন্তু একটি সংখ্যা ও একটি স্ট্রিং যোগ করলে যোগফল হবে স্ট্রিংঃ

kt_satt_skill_example_id=346

নিয়মঃ নাম্বার এবং স্ট্রিংকে যোগ করলে যোগফল হবে স্ট্রিং!


জাভাস্ক্রিপ্ট কম্প্যারিজন(Comparison) এবং লজিক্যাল(Logical) অপারেটর

অপারেটরবর্ণনা
==সমান
===সমান মান এবং একই টাইপ
!=সমান না
!==একই মান এবং টাইপের না
>বড়
<ছোট
>=বড় অথবা সমান
<=ছোট অথবা সমান
?তিনটি অপারেটর নিয়ে গঠিত (if...else এর মতই কাজ করে)
Noteজেএস কম্প্যারিজন অধ্যায়ে কম্প্যারিজন এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে।

জাভাস্ক্রিপ্ট টাইপ অপারেটর

অপারেটরবর্ণনা
typeofভ্যারিয়েবলের টাইপ রিটার্ন করে
instanceofযদি একটি অবজেক্ট অন্য একটি অবজেক্ট টাইপের হয় তাহলে true রিটার্ন করবে
Noteজেএস ধরন পরিবর্তন অধ্যায়ে টাইপ অপারেটর সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Content added By
Promotion