SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Web Development - JavaScript - জাভাস্ক্রিপ্ট ব্যাসিক (JS Basic Tutorial) | NCTB BOOK

সংখ্যা সচারচর যোগ-বিয়োগ(arithmetic) করার জন্য ব্যবহার করা হয়।


জাভাস্ক্রিপ্ট গাণিতিক অপারেটর(Arithmetic Operator)

সংখ্যা(লিটারাল অথবা ভ্যারিয়েবল) যোগ-বিয়োগ করার জন্য জাভাস্ক্রিপ্টে গাণিতিক অপারেটর ব্যবহার করা হয়।

অপারেটরবর্ণনা
+যোগ(Addition)
-বিয়োগ(Subtraction)
*গুণ(Multiplication)
/ভাগ(Division)
%মডুলাস(Modulus)
++এক করে বৃদ্ধি (Increment)
--এক করে হ্রাস(Decrement)

গাণিতিক অপারেটর(Arithmetic Operation)

গাণিতিক অপারেটর সাধারণত দুইটি নাম্বারের হিসাব-নিকাশ করে।

সংখ্যা দুইটি লিটারাল হতে পারেঃ

kt_satt_skill_example_id=349

অথবা ভ্যারিয়েবল হতে পারেঃ

kt_satt_skill_example_id=352

অথবা এক্সপ্রেশন(expression) হতে পারেঃ

kt_satt_skill_example_id=356

অপারেটর এবং অপারেন্ড(Operator and Operand)

গাণিতিক হিসাব-নিকাশে সংখ্যাকে বলা হয় অপারেন্ড

অপারেটর(operator) দুইটি অপারেন্ডের কার্য নির্ধারন করে।

অপারেন্ডঅপারেটরঅপারেন্ড
100+50

যোগ(+) অপারেটর সংখ্যার যোগ করেঃ

kt_satt_skill_example_id=361

বিয়োগ(-) অপারেটর সংখ্যার বিয়োগ করেঃ

kt_satt_skill_example_id=365

গুণ(*) অপারেটর সংখ্যার গুণ করে

kt_satt_skill_example_id=367

ভাগ(/) অপারেটর সংখ্যার ভাগ করেঃ

kt_satt_skill_example_id=369

ভাগশেষ(%) অপারেটরের মাধ্যমে ভাগশেষ পাওয়া যায়।

kt_satt_skill_example_id=371

বৃদ্ধি(++) অপারেটর সংখ্যাকে এক করে বৃদ্ধি করেঃ

kt_satt_skill_example_id=372

হ্রাস(--) অপারেটর সংখ্যার এক করে হ্রাস করেঃ

kt_satt_skill_example_id=374

অপারেটর অগ্রাধিকার

গাণিতিক এক্সপ্রেশনে বিভিন্ন অপারেটর(+, -, *, / % ) তাদের ক্রমানুসারে সংখ্যাকে অপারেট করে।

kt_satt_skill_example_id=376

উপরের উদাহরণের ফলাফল কি 25 * 5 এর মত হবে নাকি 20 + 25 এর মত হবে?

যোগ এবং গুণের মধ্যে কোনটি আগে সংঘটিত হবে?

আমরা স্কুল যেমন গণিতে গুণের কাজ আগে করতাম, এখানেও তেমনি গুণের কাজ আগে হয়েছে।

যোগ(+) এবং বিয়োগ(-) এর তুলনায় গুণ(*) এবং ভাগের(/) অগ্রাধিকার বেশি।

স্কুলের মত এখানেও বন্ধনী(parentheses) ব্যবহার করে অপারেটরের অগ্রাধিকার পরিবর্তন করা যায়।

kt_satt_skill_example_id=380

বন্ধনী ব্যবহার করলে সবার আগে বন্ধনীর কাজ হয়

যখন অনেক অপারেশনের একই অগ্রাধিকার থাকে(যেমন - যোগ এবং বিয়োগ) তখন বাম দিক থেকে অপারেশন শুরু হয়ে ডান দিকে শেষ হয়ঃ

kt_satt_skill_example_id=382

জাভাস্ক্রিপ্ট অপারেটর অগ্রাধিকারের মান

মানঅপারেটরবর্ণনাউদাহরণ
১৯( )এক্সপ্রেশন শ্রেণীবদ্ধকরণ(5 + 6)
    
১৮.মেম্বারperson.name
১৮[]মেম্বারperson["name"]
    
১৭()ফাংশন কলmyFunction()
১৭newতৈরি করেnew Date()
    
১৬++পরে বৃ্দ্ধি করেi++
16--পরে হ্রাস করেi--
    
15++আগে বৃ্দ্ধি করে++i
15--আগে হ্রাস করে--i
15!লজিক্যাল না বুঝায়!(x==y)
১৫typeofটাইপtypeof x
    
১৪*গুণ১০ * ৫
১৪/ভাগ১০ / ৫
14%ভাগশেষ১০ % ৫
14**বর্গ করে10 ** 2
    
১৩+যোগ১০ + ৫
১৩-বিয়োগ১০ - ৫
    
১২<<বাম দিকে নেয়(Shift left)x << 2
১২>>ডান দিকে নেয়(Shift right)x >> 2
    
১১<ছোটx < y 
১১<=ছোট অথবা সমানx <= y
11>বড়x > y
11>=বড় অথবা সমানx >= y
    
১০==সমানx == y
১০===একই মান এবং টাইপx === y
১০!=সমান নাx != y
১০!==একই মান এবং টাইপ নয়x !== y
    
&&এবংx && y
||অথবাx || y
    
=ভ্যালু জমা রাখাx = y
+=ভ্যালু জমা রাখাx += y
-=ভ্যালু জমা রাখাx -= y
*=ভ্যালু জমা রাখাx *= y
/=ভ্যালু জমা রাখাx /= y

 

Noteলাল চিহ্নিত ঘরের অপারেটরটি পরীক্ষামূলক বুঝাতে ব্যবহার করা হয়েছে।


 

Content added By
Promotion