SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Web Development - JavaScript - জাভাস্ক্রিপ্ট ব্যাসিক (JS Basic Tutorial) | NCTB BOOK

বাস্তব জীবনের অবজেক্ট, প্রোপার্টি, এবং মেথড

বাস্তব জীবনে, একটি গাড়ি হল অবজেক্ট। একটি গাড়ির ওজন এবং রং প্রোপার্টি, মেথড হচ্ছে গাড়ি চালু করা বা বন্ধ করাঃ

অবজেক্টপ্রোপার্টিমেথড

car.name = Lamborghini

car.model = 500

car.weight = 850kg

car.color = white

car.start()

car.drive()

car.brake()

car.stop()

সব গাড়ির একই ধরনের প্রোপার্টি থাকে, কিন্তু বিভিন্ন গাড়ির বিভিন্ন ধরনের প্রোপার্টি ভ্যালু থাকে।

সব গাড়ির একই ধরনের মেথড থাকে, কিন্তু মেথডগুলো বিভিন্ন সময়ে সম্পাদন হয়।


জাভাস্ক্রিপ্ট অবজেক্ট

আপনারা ইতিমধ্যে জেনেছেন যে, জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলগুলো হলো ডাটার কন্টেইনার বা পাত্র।

এই কোডে car নামের একটি ভ্যারিয়েবলে একটি সাধারণ ভ্যালু এসাইন করা হয়েছেঃ

kt_satt_skill_example_id=427

অবজেক্টও এক ধরনের ভ্যারিয়েবল। কিন্তু অবজেক্ট এক সাথে অনেক ভ্যালু ধারন করতে পারে।

এই কোডে member নামের ভ্যারিয়েবলে একসাথে অনেক ভ্যালু(Azizur, Rahman, 32, black) এসাইন করা হয়েছেঃ

kt_satt_skill_example_id=428

ভ্যালুগুলো name:value আকারে জোড়ায় জোড়ায় লিখা হয়েছে (name and value কোলন দ্বারা আলাদা করা হয়েছে)।

জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নামযুক্ত ভ্যালু(eyeColor:"black") ধারন করে।


অবজেক্ট প্রোপার্টি

name:value এর জোড়াকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে প্রোপার্টি বলা হয়।

kt_satt_skill_example_id=429

প্রোপার্টিপ্রোপার্টি ভ্যালু
firstNameAzizur
lastNameRahman
age50
eyeColorblack

অবজেক্ট মেথড

অবজেক্টের উপর সম্পাদিত কাজকেই মেথড বলে।

মেথডকে ফাংশন ডেফিনেশন আকারে প্রোপার্টির মধ্যে জমা রাখতে হয়।

প্রোপার্টিপ্রোপার্টি ভ্যালু
firstNameAzizur
lastNameRahman
age50
eyeColorblack
fullNamefunction() {return this.firstName + " " + this.lastName;}

জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হলো প্রোপার্টি এবং মেথডের কন্টেইনার।


অবজেক্টের সংজ্ঞা

অবজেক্ট লিটারালের(object literal) মাধ্যমে আপনি একটি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট তৈরি করতে পারেনঃ

kt_satt_skill_example_id=432

অবজেক্ট ডেফিনেশনে স্পেস এবং লাইন ব্রেক(line break) গুরুত্বপূর্ণ নয়। একটি অবজেক্ট ডেফিনেশনকে একাধিক লাইনে লেখা যেতে পারেঃ

kt_satt_skill_example_id=432

অবজেক্টের প্রোপার্টি এক্সেস

আপনি দুইভাবে অবজেক্টের প্রোপার্টিকে এক্সেস করতে পারেনঃ

kt_satt_skill_example_id=435

অথবা

kt_satt_skill_example_id=439

kt_satt_skill_example_id=442

kt_satt_skill_example_id=444

অবজেক্টের মেথড এক্সেস

আপনি নিম্নলিখিত পদ্ধতিতে অবজেক্টের মেথডকে এক্সেস করতে পারবেনঃ

kt_satt_skill_example_id=446

kt_satt_skill_example_id=449

যদি আপনি fullName মেথডকে () ছাড়া এক্সেস করতে চান তবে এটি আপনাকে ফাংশন ডেফিনেশনকে হুবুহু রিটার্ন করবেঃ

kt_satt_skill_example_id=452

একটি প্রোপার্টির ভ্যালু হিসেবে যখন ফাংশন ডেফিনেশন রাখা হয় তখন ঐ প্রোপার্টিকে মেথড বলা হয়।


কখনোই Strings, Numbers, এবং Booleans কে অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করা উচিত না!

জাভাস্ক্রিপ্টে একটি ভ্যারিয়েবলকে "new" কিওয়ার্ড দ্বারা ডিক্লেয়ার করলে ঐ ভ্যারিয়েবলটি একটি অবজেক্ট হয়ে যায়ঃ

kt_satt_skill_example_id=454

String, Number এবং Boolean অবজেক্ট তৈরি করা থেকে বিরত থাকুন। এইগুলো আপনার কোডকে জটিল এবং সম্পাদনের গতি কমিয়ে দেয়।

আপনি এই টিউটোরিয়ালের পরবর্তী পরিচ্ছেদে অবজেক্ট সম্পর্কে আরো জানতে পারবেন।

Content added || updated By
Promotion