SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Web Development - CSS - সিএসএস রেসপন্সিভ (CSS Responsive) | NCTB BOOK

গ্রিড-ভিউ কি?

একটি ওয়েব পেজকে কলামে বিভক্ত করে লে-আউট তৈরি করা যায়, একেই গ্রিড-ভিউ বলা হয়।

ওয়েব পেজ ডিজাইনের সময় গ্রিড ভিউ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এটি ওয়েব পেজের মধ্যে এলিমেন্টকে সঠিক জায়গায় স্থাপন করা সহজ করে তোলে।

রেস্পন্সিভ গ্রিড-ভিউতে অধিকাংশ সময় ১২ টি কলাম থাকে, ১২ টি কলাম মিলে এর মোট প্রস্থ হয় ১০০% এবং আপনি ব্রাউজারের আকার পরিবর্তন করার সাথে সাথে ইহা সংকুচিত ও প্রসারিত হবে।

রেস্পন্সিভ গ্রিড-ভিউ


গ্রিড-ভিউ তৈরি

প্রথমে সকল এইচটিএমএল এলিমেন্টের box-sizing প্রোপার্টির ভ্যালু border-box সেট করতে হবে। এর কারণ এলিমেন্টের প্যাডিং এবং বর্ডারসহ সম্পূর্ণ প্রস্থ ও উচ্চতা গণনা করা হবে।

আপনার সিএসএস ফাইলে নিম্নলিখিত কোড যুক্ত করুনঃ

* {
box-sizing: border-box;
}

box-sizing প্রোপার্টি সম্পর্কে আরো জানতে আমাদের সিএসএস(৩) বক্স সাইজিং অধ্যায়টি পড়ুন।

kt_satt_skill_example_id=1818

ওয়েব পেজ দুই কলাম বিশিষ্ট হলে উপরের উদাহরণটিই যথেষ্ট।

আমরা ওয়েব পেজের উপর আরো বেশি নিয়ন্ত্রণ রাখার জন্য ১২ কলামের একটি রেস্পন্সিভ গ্রিড-ভিউ ব্যবহার করতে পারি।

প্রথমে আমরা একটি কলামের জন্য শতকরা বের করিঃ ১০০% / ১২ কলাম = ৮.৩৩%।

তারপর আমরা ১২ টি কলামের প্রতিটির জন্য একটি করে ক্লাস তৈরি করবো class="col-" এবং প্রতিটি ক্লাসের জন্য কলামের প্রস্থ নির্দিষ্ট করে দিব।

kt_satt_skill_example_id=1819

সকল কলাম ব্রাউজারের বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে যাবে এবং প্রতিটি কলামে ১৫পিক্সেল করে প্যাডিং ব্যবহার করিঃ

সিএসএসঃ


[class*="col-"] {
    float: left;
    padding: 15px;
    border: 1px solid red;
}

প্রতিটি সারির জন্য একটি < div> এলিমেন্ট ব্যবহার করতে হবে। প্রতিটি সারির ভিতরে কলাম সর্বোচ্চ ১২ পর্যন্ত যোগ করা যায়ঃ

এইচটিএমএলঃ

<div class="row">
   <div class="col-3">...</div>
   <div class="col-9">...</div>
</div>

আমরা একে আরো আকর্ষনীয় করার জন্য কিছু স্টাইল এবং কালার যোগ করতে পারিঃ

kt_satt_skill_example_id=1820

উপরের উদাহরণে আমরা দেখলাম যে ছোট অবস্থায় ব্রাউজার স্ক্রিনটি ভালো দেখায় না। ছোট স্ক্রিনে লিখাটিকে আরো ভালভাবে দেখানোর জন্য পরবর্তী অধ্যায়ে বিস্তারিত দেখানো হবে।

Content added || updated By
Promotion