নবম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - বৌদ্ধধর্ম শিক্ষা - বৌদ্ধধর্মে সহমর্মিতা | NCTB BOOK

প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার 'মানুষ মানুষের জন্য' গানটি অনেকে শুনে থাকবে। চলো সবাই মিলে গানটি পাই।

 

গান: মানুষ মানুষের জন্যে

শিল্পী: ভূপেন হাজারিকা

কথা ও সুর: ভূপেন হাজারিকা

 

মানুষ মানুষের জন্যে 

জীবন জীবনের জন্যে

একটু সহানুভূতি কি 

মানুষ পেতে পারে না?

ও বন্ধু...

মানুষ মানুষকে পণ্য করে 

মানুষ মানুষকে জীবিকা করে,

পুরনো ইতিহাস ফিরে এলে

লজ্জা কি তুমি পাবে না?

ও বন্ধু...

বল কি তোমার ক্ষতি?

জীবনের অথৈ নদী

পার হয় তোমাকে ধরে

দুর্বল মানুষ যদি।

মানুষ যদি সে না হয় মানুষ

দানব কখনো হয় না মানুষ,

যদি দানব কখনো বা হয় মানুষ

লজ্জা কি তুমি পাবে না?

ও বন্ধু... মানুষ মানুষের জন্যে।

নিচে গানটির লিংক ও কিউ আর কোড পেয়ে যাবে।

https://www.youtube.com/watch?v=YStr016-GII

Content added || updated By
Promotion