নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা সাহিত্য - আম-আঁটির ভেঁপু | NCTB BOOK

‘আম আঁটির ভেঁপু' শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংকলন করা হয়েছে। গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু। কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি । গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া পল্লি-মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। গল্পটিতে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। এ গল্প শিশু-কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা জোগায় ।

Content added By
ভাই-বোনের সম্পর্ক
ভাই-বোনের বিরোধ
ভাই-বোনের আবদার
মায়ের চিন্তা
নারকেলের মালাটা আমায় দে
তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত
দুর্গার হাতে একটি নারিকেলের মালা
একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জারাবো

Promotion

Promotion