Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

বিপণন কার্যাবলি

All Question - (465)

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

জনাব হামিদ চাঁপাইনবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করে নিজস্ব হিমাগারে সংরক্ষণ করেন। পরে তিনি আমগুলোকে মানভেদে আলাদা আলাদা করে বিভিন্ন বাজারে সরবরাহ করেন।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

'সৌরভ ফ্যাশনস্' টঙ্গীর একটি প্যান্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি ক্রেতাদের পছন্দ-অপছন্দ অনুযায়ী প্যান্ট উৎপাদন করায় দ্রুত বিক্রয় বৃদ্ধি পায়। সারাবছর উৎপাদন চললেও বছরের সবসময় প্রত্যাশিত বিক্রয় না হওয়ায় 'সৌরভ ফ্যাশনস্' সমস্যার মধ্যে পড়ে।

মান নির্ধারণ
প্রসার
তথ্য সংগ্রহ
বিক্রয়োত্তর সেবা

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

জনাব নিয়ন একটি প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক। তিনি অর্থের অনুসন্ধান, সংগ্রহ এবং বিনিয়োেগ কার্য সম্পাদন করেন। এছাড়াও বাজার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপককে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। প্রতিষ্ঠানটির পণ্য ব্যবহার করে ক্রেতারা বেশ সন্তুষ্ট।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

রূপম বিভিন্ন আড়ৎ থেকে নানা ধরনের ফল সংগ্রহ করে। ফলগুলোকে কয়েকটি গ্রেডে ভাগ করে তার দোকানে বিক্রয় করে। ফলে দোকানে সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। 

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

জনাব মাহমুদ রাজশাহী থেকে আম সংগ্রহ করে নিজস্ব হিমাগারে সংরক্ষণ করেন। পরবর্তীতে তিনি আমের মানের সীমা নির্দেশ করে চট্টগ্রামের বাজারে বিক্রয় করেন।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

মি. করিম উৎপাদন মৌসুমে গ্রামের কৃষকদের নিকট থেকে স্বল্পমূল্যে আলু ক্রয় করে সারা বছর শহরের খুচরা ব্যবসায়ীদেরকে সরবরাহ করেন। অন্যদিকে মি. হাসানও একই ধরনের ব্যবসা করেন। তবে তিনি সংগৃহীত আলুগুলো বড়, ছোট এবং মাঝারি আকারে ভাগ করেন। •সম্প্রতি খুচরা ব্যবসায়ীরা মি. হাসানের নিকট থেকে আলু ক্রয়ে অধিকতর আগ্রহী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে মি. করিম বেশ চিন্তিত।' 

পর্যায়িতকরণ
প্রমিতকরণ
পরিবহন
ঝুঁকি গ্রহণ

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

গণি মিয়া অটোরাইস মিল প্রচুর চাল উৎপাদন করলেও স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী চাল সরবরাহ করে। অতিরিক্ত চাল মিলের আধুনিক গুদামে ভবিষ্যতে বিক্রির জন্য সংরক্ষণ করে।

বৃদ্ধি পায়
হ্রাস পায়
স্থির থাকে
মূল্যহীন হয়

Promotion