(১০টির উত্তর দিতে হবে)
প্রভু যীশু খ্রিস্ট তাঁর শিক্ষায় মানবসেবার জন্য দুটি মৌলিক চাহিদার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন:
প্রেম বা ভালবাসা (Love): যীশু খ্রিস্ট শিক্ষাদান করেছেন যে, সকল মানুষের প্রতি অপরিসীম প্রেম এবং সহানুভূতির মাধ্যমে সেবা করতে হবে। তিনি বলেন, "তোমার নিকটস্থকে তোমার নিজের মতো ভালোবাসো" (মথি ২২:৩৯)। এটি শুধু নিজের প্রিয়জন বা আত্মীয়দের জন্য নয়, শত্রুদের প্রতিও ভালবাসা প্রদর্শন করতে হবে।
সহানুভূতি বা দয়া (Compassion): যীশু মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে এবং দুর্বলদের সাহায্য করতে বলেছেন। তিনি বিশেষভাবে দুঃস্থ, অসুস্থ ও নিঃস্বদের প্রতি যত্নশীল হতে বলেছিলেন। যীশুর বহু শিক্ষা ও অলৌকিক ঘটনা এই দয়ার মর্মবাণী বহন করে। তিনি বলেন, "তুমি যা করেছ এই ক্ষুদ্রতম ভাইদের জন্য, তা আমার জন্যই করেছ" (মথি ২৫:৪০)।
এই দুইটি গুণাবলীকে কেন্দ্র করে যীশু মানবসেবার আদর্শ শিক্ষা দিয়েছেন।