or
Don't have an account? Register
রচনামূলক প্রশ্ন
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও
উমর (রা.) এর আমলে চুরির অপরাধে এক ব্যক্তির হাত কাটার নির্দেশ দেওয়া হয়। ঐ ব্যক্তি উমর (রা.) এর কাছে গিয়ে বলল: আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। আমি তাঁর ইচ্ছায়ই চুরি করেছি। আমার হাত কাটা যাবে কেন? উমর (রা.) বললেন: তুমি যেমন আল্লাহর ইচ্ছায় চুরি করেছ, তেমনি তোমার হাত আল্লাহর ইচ্ছায়ই কাটা হবে।' এ প্রসঙ্গে ইসলামি আকিদার স্বরুপ ব্যাখ্যা কর।
জনৈক মুসলিম নারী ছেলে সন্তান লাভের জন্য মাজারে টাকা মানত করে এবং পীরকে সিজদাহ করে। ইসলামি আকিদা বা বিশ্বাস মতে তার এ কাজটি কিসের অন্তর্ভুক্ত? এ কাজের পরিণাম ও প্রতিকার তুলে ধরো।
সাওম পালনের মাধ্যমে তুমি কীভাবে তাকওয়া অর্জন করবে এবং সে অনুযায়ী জীবন গঠন করবে-ব্যাখ্যা কর।
'শরিয়তের বিধান প্রবর্তন ও মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে কুরআনের সাথে হাদিসের গুরুত্ব অপরিসীম'-কেন এবং কীভাবে?
প্রতিদান দিবসকে অস্বীকার করা এবং লোক দেখানো সালাত আদায় করা কাদের কাজ? এ সংশ্লিষ্ট সূরাটির অনুবাদ করো এবং এর আলোকে তোমার বাস্তব জীবনে করণীয় কী লিখ।
মহানবি (সা.) মদিনা ও এর আশেপাশের অঞ্চলসমূহের সকল ধর্মের লোকদের নিয়ে একটি যুগান্তকারী সনদ প্রণয়ন করেন। উক্ত সনদের যেকোনো ৫টি ধারা উল্লেখপূর্বক ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে এ ধারাগুলোর তাৎপর্য ব্যাখ্যা কর।
হযরত ফাতিমা (রা.) এর যাপিত জীবন সকল মুসলিম নারীর জন্য অনুসরণীয় আদর্শ- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
পরমতসহিষ্ণুতা কী? পরমতসহিষ্ণুতার ব্যাপারে ইসলামের অবস্থান উদাহরণসহ তুলে ধর।