সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
আমরা জানি, ক্ষমতা = কৃত কাজ / সময়। ক্ষমতার একক ওয়াট।
অর্থাৎ কোন যন্ত্র বা ব্যক্তি প্রতি একক সময়ে যতটুকু কাজ করতে পারে সেটাই তার ক্ষমতা। একটি বৈদ্যুতিক বাতি বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে। কোন বাতির ক্ষমতা যদি ১৫ ওয়াট হয় তাহলে বাতিটি একক সময়ে বা ১ সেকেন্ডে ১৫ জুল বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে আলোক শক্তি দেয়।