দৃশ্যপটবিহীন বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্ন
(৫টি প্রশ্ন থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ৫)
আমি যদি প্রতিদিন একই সময় আকাশের একই দিকে সুনির্দিষ্ট ভাবে ক্যামেরা বসিয়ে বছর শেষে সব কটি ছবি একত্র করে একটি ছবি তৈরি করি তাহলে আমি সূর্যের অবস্থানে পরিবর্তনটি দেখব। বছরের ভিন্ন সময়ে আকাশের এই পর্যায়ক্রমিক সূর্যের অবস্থানকে অ্যানালেমা বলে।
আমরা জানি, সূর্য প্রতিদিন একই সময়ে আকাশে একই স্থানে অবস্থান করে না। যেমন:- জুন মাসের ২১ তারিখ সূর্য ঠিক কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে।এর ছয় মাস পরে ডিসেম্বরের ২২ তারিখ সূর্য ঠিক মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে।আমাদের দেশ থেকে আমরা সূর্যকে এই সময় সবচেয়ে বেশি হেলানো অবস্থায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে দেখি তারপর সূর্য আবার উত্তর দিকে ফিরে আসতে দেখি এবং ছয় মাস পর আবার ঠিক আমাদের মাথার উপরে পশ্চিম দিকে যেতে দেখি।
মূলত সূর্যের চারদিকে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এবং তার অক্ষের কাত হওয়ার কারণে অ্যানালেমা বা সূর্যের অবস্থানের পরিবর্তনটি দেখায়। এজন্য অ্যানালেমার আকৃতি ইংরেজি 8 এর মতো দেখায় ।