Academy

শায়লা সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের অপরিহার্যতার পরীক্ষা করতে গিয়ে বাহারি পাতাকে পানিতে সিদ্ধ করলো। পরে আয়োডিন দ্রবণে ডুবিয়ে সে সিদ্ধান্তে উপনিত হলো। 

উদ্দীপকে শায়লা কীভাবে সিদ্ধান্তে উপনিত হলো? বর্ণনা করো। (প্রয়োগ)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

উদ্দীপকে উল্লিখিত শায়লা সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের অপরিহার্যতার পরীক্ষা করতে গিয়ে বাহারি পাতাকে পানিতে সিদ্ধ করে। এরপর পাতাটিকে আয়োডিন দ্রবণে ডোবায়। এরপর দেখে, পাতার কেবল সবুজ অংশই নীল বা গাঢ় বেগুনি বর্ণ ধারণ করেছে। বাহারি পাতার অসবুজ অংশ কোনো বর্ণ ধারণ করেনি। ক্লোরোফিল থাকায় সবুজ অংশই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুত করে। শর্করা আয়োডিন এর সাথে বিক্রিয়া করে নীল বা গাঢ় বেগুনি বর্ণ ধারণ করে। অসবুজ অংশে ক্লোরোফিল নেই। তাই সালোকসংশ্লেষণে এটি শর্করা প্রস্তুত করেনি। এ কারণেই আয়োডিনে ডুবানোর পরও অসবুজ অংশ নীল বা গাঢ় বেগুনি বর্ণ ধারণ করেনি।
উপর্যুক্ত পর্যবেক্ষণের মাধ্যমেই শায়লা সিদ্ধান্তে উপনীত হলো যে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল অপরিহার্য।

3 months ago

জীববিজ্ঞান (নতুন সংস্করণ)

Please, contribute to add content.
Content
Promotion