ফারিহা গাছের পাতায় খাদ্য তৈরিতে সূর্যালোকের প্রয়োজনীয়তার একটি পরীক্ষা করলো ।এজন্য একটি গাছকে সে ২৪ ঘাটা অন্ধকারে রেখেছিল। এরপর টবে রাখা গাছটির একটি পাতাকে সালো কালো কাগজ দিয়ে ঢেকে দিল
ফারিহার উক্ত কাজটি করার জন্য অন্ধকারে রাখা গাছটির একটি পাতার একাংশের উভয় দিক কালো কাগজ দিয়ে আবৃত করে ক্লিপ দিয়ে আটকে দিবে যেন ঐ অংশে সূর্যালোক প্রবেশ করতে না পারে। এরপর গাছসহ টবটিকে সূর্যালোকে রেখে দিবে। এক ঘণ্টা পর পাতাটিকে গাছ থেকে ছিড়ে এনে ক্লোরোফিলমুক্ত করার জন্য ৯৫% ইথাইল অ্যালকোহলে সিদ্ধ করবে। এরপর সিদ্ধ বর্ণহীন পাতাটিকে আয়োডিন দ্রবণে ডুবিয়ে নিবে এবং পর্যবেক্ষণ করবে।