জীবদেহে সারাক্ষণ সংঘটিত প্রক্রিয়া শ্বসন হলেও একটি প্রক্রিয়া রয়েছে যা উদ্ভিদদেহে শুধুমাত্র দিনের বেলাতে ঘটে। প্রক্রিয়াটির মাধ্যমে উদ্ভিদ খাদ্য (শর্করা) তৈরি করে। প্রক্রিয়াটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন?
(অনুধাবন)
Created: 4 months ago |
Updated: 4 months ago
Updated: 4 months ago
ATP এর ফসফেট বন্ধনীর মধ্যে শক্তি আবদ্ধ থাকে। জৈব সংশ্লেষণ, পরিবহন ও অন্যান্য বিপাকীয় কাজে শক্তির প্রয়োজন হলে ATP (Adenosine triphosphate) ভেঙ্গে ADP (Ademosine diphosphate) ও অজৈব ফসফেট তৈরি হয় এবং শক্তি নির্গত হয়। এজন্য ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয়।