Academy

১২ বছরের হৃদয় ছোটবেলা থেকে সুরেলা কণ্ঠে গান গায়। ইদানিং কিছু দৈহিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি তার গলার স্বর মোটা হয়ে গেছে। তাই তার মা চিকিৎসকের কাছে গেলে তিনি বললেন এ সময়ে শিশুদের মধ্যে এরূপ পরিবর্তন ঘটাই স্বাভাবিক।

হৃদয়ের ঐ সময়ে পরিবারের বড়দের তার প্রতি করণীয় ভূমিকাগুলো ব্যাখ্যা করো। (উচ্চতর দক্ষতা)

Created: 3 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

হৃদয় বয়ঃসন্ধিকালে পড়েছে। বয়ঃসন্ধিকালে অন্তঃক্ষরাগ্রন্থি নিঃসৃত, বিভিন্ন ধরনের হরমোনের জন্য প্রতিটি মানুষের দৈহিক ও মানসিক আমুল পরিবর্তন ঘটে। সাথে সাথে তাদের আচরণেও পরিবর্তন আসে এবং আত্মসম্মান বোধও জন্মায়। এমন ঘটনাই ঘটেছে হৃদয়ের ক্ষেত্রে। এ সময় হৃদয়ের পরিবারের বড়দের তার প্রতি যা করণীয় তা হলো-

i. বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাকে তার এই পরিবর্তনের i কারণগুলো বুঝাতে হবে।
ii. এমন কোনো আচরণ করা উচিৎ হবে না যা তার আত্মসম্মান বোধে প্রভাব ফেলে।
iii. হৃদয়ের প্রতি বড়দের আচরণ হতে হবে সবসময় অত্যন্ত সহনশীল ও সৌহার্দপূর্ণ।
iv. সাবলিল ও স্নেহময়ী আচরণের মাধ্যমে হৃদয়কে সব সময় যে কোনো খারাপ চিন্তা চেতনা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে।
V. বড়দের আচরণ হতে হবে সহনশীল, আবেগবর্জিত, গঠনমূখী, জীবনগঠনে সহায়ক ও সম্পূরক।

3 months ago

জীববিজ্ঞান (নতুন সংস্করণ)

Please, contribute to add content.
Content
Promotion