নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
উদ্দীপকের পরিষদের গঠন কাঠামো বাংলাদেশের পার্বত্য জেলা পরিষদের ক্ষেত্রে প্রয়োগযোগ্য।
পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী অধ্যুষিত একটি অঞ্চল। এ অঞ্চলে রয়েছে বিভিন্ন সমস্যা, যা সমাধানে প্রয়োজন বিভিন্ন পদক্ষেপ। এছাড়া এ অঞ্চলের প্রকৃতি ও জীবন ধারা আলাদা হওয়ায় এ অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজন বিশেষ ধরনের ব্যবস্থা। এ কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এ তিন পার্বত্য জেলায় তিনটি বিশেষ ধরনের জেলা স্থানীয় সরকার পরিষদ প্রবর্তন করা হয়।
পার্বত্য জেলা পরিষদ ১ জন চেয়ারম্যান, ৩০ জন সাধারণ সদস্য, ৩ জন মহিলা সদস্যসহ সর্বমোট ৩৪ জন সদস্য নিয়ে গঠিত হয়। সদস্যদের সকলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। সদস্যদের মধ্যে পাহাড়ি ও বাঙালি উভয় পক্ষের প্রতিনিধি থাকবে। জনসংখ্যার অনুপাত অনুযায়ী কার সংখ্যা কত তা নির্ধারিত হবে। অপরদিকে, মহিলা আসন ব্যতীত পাহাড়িদের জন্য সংরক্ষিত আসন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বণ্টন করা হবে। ৩ জন মহিলা সদস্যের মধ্যে ২ জন হবেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং ১ জন হবেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাইরের বা বাঙালি। চেয়ারম্যান অবশ্যই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্য থেকে হবেন। উদ্দীপকের কাঠামোটি বাংলাদেশের পার্বত্য জেলা পরিষদের কাঠামোর অনুরূপ। তাই এ কাঠামোটি পার্বত্য জেলা পরিষদের ক্ষেত্রে প্রয়োগযোগ্য।