Academy

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে একজন চেয়ারম্যান, পনেরো জন সদস্য ও পাঁচজন মহিলা সদস্য নিয়ে এই পরিষদ গঠিত হয়। তারা বিভিন্ন উৎস থেকে আয় করে পরিষদের কার্যাবলি পরিচালনা করে।

উদ্দীপকে উল্লেখিত পরিষদের আয়ের উৎস বর্ণনা করো। (প্রয়োগ)

Created: 1 month ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

উদ্দীপকে উল্লেখিত পরিষদটি হলো জেলা পরিষদ।
জেলা পরিষদ গঠিত হয় একজন চেয়ারম্যান, পনের জন সদস্য এবং সংরক্ষিত আসনে পাঁচজন মহিলা সদস্য নিয়ে। উদ্দীপকেও দেখা যায়, উল্লেখিত পরিষদটি একজন চেয়ারম্যান, পনের জন সদস্য এবং পাঁচজন মহিলা সদস্য নিয়ে গঠিত। অর্থাৎ গঠন কাঠামোর দিক থেকে উদ্দীপকে উল্লেখিত পরিষদটি জেলা পরিষদ।
জেলা পরিষদ আইন ১৯৯৮ অনুযায়ী কর, টোল, ফিস, সম্পত্তি হতে প্রাপ্ত আয়/মুনাফা, ব্যক্তি, সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান, বিনিয়োগ হতে প্রাপ্ত আয় এবং অন্যান্য উৎস হতে প্রাপ্ত অর্থ নিয়ে জেলা পরিষদের তহবিল গঠিত হয়। জেলা পরিষদের জন্য জমি হস্তান্তর করের ১ শতাংশ এবং ৫ শতাংশ ভূমি কর রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হাট-বাজার, ফেরিঘাট এবং জলমহাল থেকে বর্ধিত পরিমাণ লিজের অর্থ জেলা পরিষদ পাবে।

2 weeks ago

পৌরনীতি ও নাগরিকতা

Please, contribute to add content.
Content
Promotion