Academy

জামিলা বেগম ফরিদাবাদ এলাকার একজন মহিলা মেম্বার। তিনি একজন কর্মঠ মেম্বার। তিনি গ্রামের মানুষদের বিভিন্নভাবে সচেতন করে থাকেন। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সেবা সামগ্রী দিয়ে তিনি এলাকার জনগণের সেবা দান করে থাকেন।

জামিলা বেগম যে সরকারের প্রতিনিধি, জনকল্যাণে তার গুরুত্ব বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

Created: 1 month ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

উদ্দীপকের জামিলা বেগম স্থানীয় স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকারের প্রতিনিধি। জনকল্যাণে স্থানীয় সরকারের গুরুত্ব অপরিসীম।
রাষ্ট্রের শাসনব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠে। স্থানীয় ও তৃণমূল পর্যায়ের সমস্যা সমাধানের জন্য এই ধরনের সরকার গড়ে ওঠে। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ রাষ্ট্রের শাসনকাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়। এজন্য ব্রিটিশ রাজনৈতিক দার্শনিক জন স্টুয়ার্ট মিল বলেন, স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে এবং এ বিষয়ে নাগরিকদের সচেতন করে তোলে।
স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে নাগরিকদের যথাযথভাবে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। কেন্দ্রীয় প্রশাসকদের পক্ষে সঠিকভাবে স্থানীয় জনগণের স্বার্থরক্ষা, তাদের সমস্যা সমাধান করা এবং স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করা সম্ভব হয় না। এক্ষেত্রে তাদেরকে স্থানীয় সরকারের উপর নির্ভর করতে হয়। স্থানীয় সরকারের এ সকল বিষয়ে তথ্য সরবরাহের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে যথাযথ নীতিমালা গ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়তা করে।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনকল্যাণে স্থানীয় সরকারের গুরুত্ব অপরিসীম।

2 weeks ago

পৌরনীতি ও নাগরিকতা

Please, contribute to add content.
Content
Promotion