জনাব তৈয়ব ৫ বছরের জন্য নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তার সংস্থায় আরও ৯ জন সদস্য ও ৩ জন নারী সদস্য রয়েছেন। তিনি এলাকার উন্নয়নে ভাঙা রাস্তায় কালভার্ট নির্মাণ করেন, উন্নতমানের বীজ, সার ও কীটনাশক সরবরাহ করেন। প্রাথমিক চিকিৎসার জন্য দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
জনাব তৈয়বের সংস্থাটি বাংলাদেশের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের অনুরূপ।
ইউনিয়ন পরিষদ এ দেশের সবচেয়ে প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান। বর্তমানে গড়ে ১০-১৫টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত। এটি ১ জন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন মহিলা (সংরক্ষিত) সদস্য নিয়ে গঠিত। এরা প্রত্যেকেই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে সব সমস্যার সমাধান, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ; কৃষির উন্নয়নে উন্নতমানের বীজ ও সার সরবরাহ এবং জনস্বাস্থ্য রক্ষায় কমিউনিটি দাতব্য হাসপাতাল নির্মাণসহ নানাবিধ জনকল্যাণমূলক কাজ করে থাকে। ইউনিয়ন পরিষদের কার্যকাল ৫ বছর।
উদ্দীপকের জনাব তৈয়ব ৫ বছরের জন্য নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তার সংস্থায় আরও ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন নারী সদস্য রয়েছেন। তিনি এলাকার উন্নয়নে ভাঙা রাস্তায় কালভার্ট নির্মাণ ও কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার সরবরাহ করেন। জনাব তৈয়বের সংস্থার গঠন ও কার্যাবলি ইউনিয়ন পরিষদের অনুরূপ। তাই বলা যায়, জনাব তৈয়বের সংস্থাটি বাংলাদেশের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদকেই প্রতিফলিত করে।