Academy

নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ঔষধ সরবরাহ করতে না পারার প্রধান কারণ কোনটি বলে তুমি মনে কর। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

তা নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ওষুধ সরবরাহ করতে না পারার প্রধান কারণ সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাব বলে আমি মনে করি।

যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ের পণ্যসামগ্রী- এক স্থান থেকে অন্য স্থানে সময়মতো পৌঁছানো যায়। সুষ্ঠুভাবে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছাতে না পারলে ব্যবসায়ের সাফল্য অর্জন বাধাপ্রাপ্ত হয়। তাই ব্যবসায়ে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্দীপকের নাফিসের বাবা আঁখিতারা গ্রামের পল্লি চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি মানসম্মত ওষুধ সরবরাহ করেন। এজন্য ওষুধ সংরক্ষণের প্রয়োজন হয়। কিন্তু তার দোকানে ওষুধ সংরক্ষণের ভালো ব্যবস্থা নেই। তার গ্রামের যোগাযোগ ব্যবস্থাও উন্নত না। এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো ওষুধ দরকার হলে তা সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। আবার, ওষুধ কোম্পানির এজেন্টরাও (প্রতিনিধি) সময়মতো নাফিসের বাবাকে ওষুধ সরবরাহ করতে পারেন না।

মূলত, রাস্তা-ঘাট অনুন্নত হওয়ায় নাফিসের বাবা নিজে সহজে তিনি প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারেন না। ওষুধ কোম্পানির এজেন্টরাও নিয়মিত ওষুধ নিয়ে আসতে পারেন না। ফলে এলাকাবাসীকে তিনি চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ করতে পারেন না।  তাই বলা যায়, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে নাফিসের বাবার পক্ষে দিকে এলাকাবাসীর চাহিদামাফিক ওষুধ সরবরাহ সম্ভব হচ্ছে না।

1 week ago

ব্যবসায় পরিচিতি

ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়ের। এ অধ্যায় থেকে আমরা ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ ও ব্যবসায়িক পরিবেশসহ বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় শেষে আমরা :

  • ব্যবসায়ের ধারণা, উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা বর্ণনা করতে পারব
  • ব্যবসায়ের পরিধি, বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • ব্যবসায়ের প্রকারভেদ বর্ণনা করতে পারব ।
  • ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব ।
  • শিল্পের ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারব।
  • বাণিজ্যের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব ।
  • সেবার ধারণা ও প্রকারভেদ উদাহরণসহ ব্যাখ্যা করতে পারব ।
  • ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করতে পারব।
Content added || updated By
Promotion