১। কণার বয়স ৩৫।গর্ভকালীন সে ম্যালেরিয়ায় আক্রান্তহয়। সে খাওয়াদাওয়াও ঠিকভাবেকরে না। নিজের প্রতিখেয়াল করে না। শিশুটিরজন্মের পর পরই শিশুটিররক্তের বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। শিশুটি বড় হতে থাকলে সে কোনো বিষয়েমনোযোগ দিতে পারে না, হাঁটাচলা ইত্যাদির বিকাশ কম হয় ।